হোম > খেলা > ফুটবল

ঢাকার আশপাশে জমি চায় বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারের বদলে ঢাকার আশপাশে ট্রেনিং সেন্টারের জন্য জমি চায় বাফুফে। সোমবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

মূলত কক্সবাজারের বদলে ঢাকায় ট্রেনিং সেন্টার হলে অফিশিয়াল কাজগুলো সহজভাবে সম্পন্ন করা যাবে বলে মনে করেন বাফুফের এই কর্তা। পাশাপাশি সে সময় কক্সবাজারে জমি পছন্দ করার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি, ‘আমাদের তখন তিনটা অপশন দেওয়া হয়েছিল, তবে সেটা কক্সবাজারেই। কিন্তু আমরা চেয়েছিলাম ঢাকার আশপাশে, যাতে অফিশিয়াল কাজগুলো সুন্দরভাবে করা যায়। আসলে তখন তেমন উপায় ছিল না। কারণ, তিনটা অপশন কক্সবাজারের মধ্য থেকে বাছাই করতে বলা হয়েছিল।’ 

তবে এবার ঢাকার আশপাশে জমি চান বাফুফের সাধারণ সম্পাদক, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, যাতে ঢাকার আশপাশে; যেমন আড়িয়ল বিলের দিকে অনেক খাসজমি রয়েছে, সেখানেও হতে পারে। সেদিকে হলে সুবিধা হবে।’ সেটা না হলে কক্সবাজারেই কাজ শুরু করতে রাজি বাফুফে।

এদিকে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ নারী দলের চুক্তি নবায়নের কথাও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘সাবিনা (নারী দলের অধিনায়ক) গিয়েছিল বাফুফে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আসলে চুক্তির বিষয়ে কথা হয়েছে। তাদের চুক্তি ৩১ আগস্ট পর্যন্ত ছিল। সেটা বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়েছে।’

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল