Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ফ্রান্সের বিপক্ষে সেমিতে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় স্পেন 

ফ্রান্সের বিপক্ষে সেমিতে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় স্পেন 

শিল্প ও সাহিত্যের তীর্থস্থান বলা হয় ফ্রান্সের প্যারিসকে। স্থাপত্যকলা ও মুখরোচক খাবারের জন্য পর্যটকদের পছন্দের নাম স্পেন। আরেকটি বিশেষত্ব রয়েছে স্প্যানিশদের—ঐতিহ্যবাহী লোকনৃত্য ফ্লেমেঙ্কোর ছন্দ যেন তাঁদের রক্তে। আজ রাতে সেই নৃত্য নিকটতম প্রতিবেশী ফ্রান্সের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে দেখাতে পারবেন তো তারুণ্যনির্ভর স্প্যানিশরা? নাকি মিউনিখে ফরাসি সৌরভ ছড়িয়ে আরেকটি ফাইনালের টিকিট কাটবে দিদিয়ের দেশমের দল? ইউরোর সেমিফাইনালে দুই দলের আজকের লড়াই নিয়ে লিখেছেন উপল বড়ুয়া

ইউরোর ইতিহাসে একক সংস্করণে টানা ছয় ম্যাচ তো দূরের কথা, এত ম্যাচই কেউ জেতেনি। সেমিফাইনালে জিতলে সেই কীর্তিই গড়ে ফেলবে স্পেন। এবারের ইউরোতে একমাত্র দল হিসেবে টানা পাঁচ জয়ে সেমিফাইনালে উঠেছে স্প্যানিশরা। আজ রাতে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফাইনালে ওঠার লড়াইয়ে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের প্রতিপক্ষ ফ্রান্স। সেই ম্যাচের আগে অবশ্য অপ্টা সুপার কম্পিউটার এগিয়ে রাখছে ফরাসিদের। তাদের হিসাবে স্পেনের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ।

ইউরোতে একক সংস্করণে কোনো দল কখনো ছয় ম্যাচ জিততে না পারার কারণেই কি অপ্টার এই হিসাব? আরও একটা হিসাব অবশ্য আছে। ২০২১ সালে নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারিয়েই শিরোপা জিতেছিল দিদিয়ের দেশমের দল। সেই ম্যাচ নিয়ে বিতর্কও কম হয়নি। আজ কি সেই হারের প্রতিশোধের সঙ্গে ইউরোতে ইতিহাসটাও নতুন করে লিখতে পারবে স্পেন? কিন্তু এমন অগ্নিপরীক্ষার আগে নিষেধাজ্ঞায় পড়া ডিফেন্ডার রবিন লে নরমান্ডকে পাচ্ছেন না ফুয়েন্তে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে শুরুতেই হাঁটুর চোটে ছিটকে যাওয়া পেদ্রি স্কোয়াডে থাকলেও খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে জার্মানদের বিপক্ষে মাঠে নেমেই ম্যাচসেরা হন দানি ওলমো। আজ হয়তো লাইপজিগের ২৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন ফুয়েন্তে। স্প্যানিশ কোচের মুখে যে তাঁরই প্রশংসা, ‘ওলমো অসাধারণ খেলোয়াড়। সে নিজের চেয়ে দলের চিন্তাই বেশি করে।’

১৯৮৪ সালের আগপর্যন্ত ফ্রান্সের সঙ্গে প্রীতি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ খেলেনি স্পেন। ইউরো দিয়েই সেটির সমাপ্তি। এরপর দুই দল অনেক ক্ল্যাসিক মুহূর্ত উপহার দিয়েছে। আরেকটি ক্ল্যাসিকের আগে সবার চোখ স্পেনের ‘ওয়ান্ডার কিড’ লামিনে ইয়ামালের দিকে। ১৬ বছরের বার্সেলোনা ফরোয়ার্ড খুব কম সময়ে হয়ে উঠেছেন ফুয়েন্তের আক্রমণভাগের অন্যতম ভরসা। পরশু স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে লামিনের ভূয়সী প্রশংসাও করেছেন ফুয়েন্তে, ‘লামিনে বিশেষ প্রতিভাবান খেলোয়াড়। সে তার বয়সের চেয়ে বেশি পরিপক্ব।’ স্পেনের তরুণ দলটাকেও একটি পরিবারের মতো দেখেন ৬৩ বছর বয়সী কোচ, ‘আমরা এখানে সবাই পরিবারের মতো। সবাইকে অঙ্গীকারবদ্ধ দেখে আমি গর্বিত।’

যুগ্মভাবে সর্বোচ্চ তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন যদি শেষ চারেই থেমে যায়, তবে আলভারো মোরাতার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হবে এখানে। গত বছরের জুনে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগ জিতেছে স্প্যানিশরা, ১১ বছর পর যা তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপাও। বিদায়ের আগে জাতীয় দলের হয়ে আরেকটি শিরোপায় চোখ রাখলেও ধারে জুভেন্টাসে খেলা ৩১ বছর বয়সী স্ট্রাইকার আক্ষেপের সঙ্গে বলেছেন, ‘স্পেনে আমার পক্ষে সুখী হওয়া কঠিন।’

২০২০ ইউরোতে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল স্পেন। সোনালি প্রজন্মের হাত ধরে প্রথম বিশ্বকাপ (২০১০) জেতার পাশাপাশি টানা দুই (২০০৮, ২০১২) ইউরো জিতেছিল স্প্যানিশরা। এরপর থেকে যে আর টুর্নামেন্টে ফাইনাল খেলা হয়নি তাদের। এবার কি সেই অপেক্ষা ঘুচবে স্পেনের?

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু