Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

সৌদিতে যেতে তর সইছে না মানের

ক্রীড়া ডেস্ক

সৌদিতে যেতে তর সইছে না মানের

বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সময় নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা জানিয়েছিলেন সাদিও মানে। কিন্তু তাঁর সেই চ্যালেঞ্জ গত মৌসুমে মুখ থুবড়ে পড়েছে। এতে করে বাভারিয়ানদের ছেড়ে মানে নতুন ঠিকানা গড়লেন আল নাসরে। আক্রমণভাগে জুটি গড়বেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।

চুক্তির বিষয়টি গতকাল নিশ্চিত করেছে আল নাসর। সৌদি ক্লাবের সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তাও দিয়েছেন মানে। সেনেগালের স্ট্রাইকার বলেছেন, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে সত্যি গর্বিত। আপনাদের সঙ্গে সাক্ষাতের তর সইছে না আর।’ 

চুক্তি সম্পন্ন হলেও কত বছরের জন্য আর কী পরিমাণ টাকা পাবেন সাবেক লিভারপুল তারকা, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বাংলাদেশি মুদ্রায় ৪৭৬ কোটি ৪০ লাখ টাকায় দুবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলারকে দলে ভিড়িয়েছে। চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছরের। 

মানের এই ছবিটি নিজেদের অফিশিয়াল পেজে দিয়েছে আল নাসরবায়ার্ন ছাড়া প্রায় নিশ্চিতই ছিল মানের। বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের সঙ্গে তিন বছরের চুক্তিতে যোগ দিয়ে প্রথম বছরে বড় ধরনের চোটে পড়েন। তিন মাস মাঠের বাইরে থাকার কারণে বিশ্বকাপও খেলতে পারেননি। চোট কাটিয়ে ফেরার পর ভালো পারফরম্যান্সও করেননি। উল্টো সতীর্থ লিরয় সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ হন। সঙ্গে জরিমানাও গুনেছেন। সব মিলিয়ে ৩৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হওয়ায় বায়ার্ন ছাড়াটা ছিল সময়ের অপেক্ষা মাত্র। 

এভাবে বায়ার্ন ছাড়ায় কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন মানে। ৩১ বছর বয়সী তারকা বলেছেন, ‘বায়ার্ন ছাড়ায় কষ্ট পাচ্ছি। অন্যরকম এক বিদায় আশা করছিলাম। এই সেশনে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। সে যাই হোক, ভবিষ্যতের জন্য ক্লাব ও সমর্থকদের প্রতি শুভকামনা রইল।’ 

এতে করে বায়ার্নের সঙ্গে দুই বছরের মেয়াদ বাকি থাকলেও ক্লাব ছাড়তে বাধ্য হলেন মানে। নতুন ঠিকানা হিসেবে আল নাসরে যেতে পারেন সেই গুঞ্জনও গত কিছুদিন ধরে হচ্ছিল। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সেখানে সতীর্থ হিসেবে পাবেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোকে। পর্তুগিজ তারকার সঙ্গে জুটি বেঁধে সাবেক ক্লাব লিভারপুলের মতো আল নাসরকে সম্ভাব্য সবকিছুই জেতাতে সহায়তা করবেন মানে।

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ