হোম > খেলা > ফুটবল

ইউরোপার ম্যাচে পুলিশকে লক্ষ্য করে সমর্থকদের মিসাইল, আটক ৩৯ 

ক্রীড়া ডেস্ক

পোল্যান্ডের লেগিয়া ওয়ারশ ক্লাবের সমর্থকদের ব্যাপারে আগে থেকে সতর্কতা অবলম্বন করেও পার পেল না ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ। উল্টো ভয়ংকর পরিস্থিতির মধ্যেই পড়েছিল পুলিশ। অ্যাস্টন ভিলা-লেগিয়া ওয়ারশ ম্যাচ শুরুর আগে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ওয়ারশ সমর্থকেরা। 

সংঘাতের সময় ওয়ারশ সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ফ্লেয়ার্স ও মিসাইল ছুড়ে মারলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। আর ঘটনার জেরে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। গত অক্টোবরে নেদারল্যান্ডসের আলকামারের বিপক্ষে খেলতে গিয়ে এমনই সংঘাত করেছিলেন ওয়ারশ সমর্থকেরা। 

সেই ঘটনা থেকেই সতর্কতার পথ বেছে নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের প্রবেশাধিকার কমিয়ে এক হাজারে নামিয়ে এনেছিল অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। কিন্তু ম্যাচ শুরুর আগে ভিলা পার্কের বাইরে প্রায় ২ হাজার ওয়ারশ সমর্থক জড়ো হন। এতে করে পুলিশ ব্যারিয়ার দিলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। 

সংঘাতের বিষয়ে এক বিবৃতিতে চিফ ইন্সপেক্টর টিম রবিনসন বলেছেন, ‘ফুটবলের জন্য দারুণ উপভোগ্য এক সন্ধ্যা হওয়ার কথা ছিল, যেখানে দুই পক্ষের সমর্থকেরা ম্যাচটি উপভোগ করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপ্রীতিকর দৃশ্য দেখতে হয়েছে। বাইরে থেকে আসা সমর্থকেরা আমাদের কর্মকর্তাদের লক্ষ্যে কে ফ্লেয়ার্সসহ অন্যান্য মিসাইল ছুড়েছে। তখন স্টেডিয়ামের প্রবেশপথ বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না।’ 

মাঠের বাইরে সংঘাত ঘটলেও যথাসময়েই ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ শুরু হয়। তবে এ ঘটনার পর ওয়ারশ সমর্থকদের খেলা দেখতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। আর ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। দলের হয়ে গোল দুটি করেছেন মুসা দিয়াবি এবং অ্যালেক্স মোরেনো। ওয়ারশের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন আর্নেস্ট মুচি। 

এই জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ভিলার। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা পেয়েছে তারা। অন্যদিকে হারলেও ওয়ারশের সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। সমান ম্যাচে গ্রুপ ‘ই’তে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে তারা। 

অন্যদিকে উয়েফার দ্বিতীয় স্তরের লিগ ইউরোপা লিগে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অল রেডরা। জোড়া গোল করেছেন কোডি গাকপো। আর একটি করে করেছেন মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজ। আরেক ম্যাচে মার্শেইয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে আয়াক্স।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন