হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার তারকা ফুটবলারের রেকর্ডে ভাগ হালান্ডের, সিটিরও রেকর্ড

ক্রীড়া ডেস্ক

গোলমেশিন, রেকর্ড হালান্ড—আর্লিং হালান্ডকে এসব উপাধি দিলেও হয়তো ভুল হবে না। মাঠে নামলেই যেন তাঁকে পেয়ে বসে গোলের নেশা। তারকা ফুটবলারদের সঙ্গে মেতেছেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়।

রেকর্ড ভাঙা-গড়ার খেলা হালান্ডের শুরু দুই বছর আগে থেকে। ২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন ম্যানচেস্টার সিটিতে। সিটির জার্সিতেই গত দুই বছর ধরে দেখা যাচ্ছে বিধ্বংসী হালান্ডকে। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ—প্রতিযোগিতামূলক ফুটবল যা-ই হোক না কেন, গোল তিনি করছেনই। ইতিহাদে গতকাল ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে করলেন রেকর্ড। কোপেনহেগেনের বিপক্ষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করেন হালান্ড। তাতে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে ৩৭ ম্যাচে করলেন ৪১ গোল। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে ১৫ নম্বরে এখন হালান্ড। আগুয়েরো ৭৯ ম্যাচে করেন ২১ গোল।

হালান্ডের রেকর্ড গড়ার দিন চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল সিটি জিতেছে ৩-১ গোলে। শেষ ষোলোর দুই লেগ মিলে কোপেনহেগেনকে ৬-২ গোলে হারিয়েছে সিটি। ম্যাচ শেষে হালান্ড তাঁর ফেসবুক পেজে শূন্যে ওড়ার এক ছবি পোস্ট করেছেন। নরওয়েজীয় স্ট্রাইকার ক্যাপশন দেন, ‘উঠে গেছি কোয়ার্টারে।’ এই জয়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে টানা ৩০ বা তাঁর বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে সিটি। সিটি নিজেদের সর্বশেষ ৩০ ম্যাচের মধ্যে ২৮টিই জিতেছে এবং ২ ম্যাচ ড্র করেছে। সিটির আগে এই রেকর্ড গড়ে বার্সেলোনা। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২০-এর নভেম্বর পর্যন্ত বার্সা ক্যাম্প ন্যুতে টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিল।

ম্যানচেস্টার সিটিতে ৮৫ ম্যাচে হালান্ড করেছেন ৮১ গোল। এর মধ্যে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে ১৮ ম্যাচে করেন ১৮ গোল। ম্যান সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩৬ গোল করে এই তালিকায় সবার ওপরে আগুয়েরো।

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি’

সেকশন