Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

গ্যালারিতে বসে স্বদেশি দুই ফুটবলারের কাছে দলের হার দেখলেন মেসি

ক্রীড়া ডেস্ক

গ্যালারিতে বসে স্বদেশি দুই ফুটবলারের কাছে দলের হার দেখলেন মেসি

লিওনেল মেসিকে না পাওয়ার অভাবটা বড্ড টের পাচ্ছে ইন্টার মায়ামি, যার সর্বশেষটা আজ ভোরে পেয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে। তাঁকে ছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলেতে নেমে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে মায়ামি।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ না হওয়ায় মেসিকে আজ সতীর্থদের হার দেখতে হয়েছে গ্যালারিতে বসে। তাঁকে তিক্ত স্বাদ দিয়েছেন আবার তাঁরই স্বদেশি দুই ফুটবলার। তাঁরা হচ্ছেন—ম্যাক্সিমিলানো মেজা এবং জর্জ রদ্রিগেজ। প্রথমে সমতায় ফেরান মেজা। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে মন্টেরেকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের প্রথম লেগে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার।

হারের আগে অবশ্য দুর্দান্ত শুরু করেছিল মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। কর্নার থেকে লিড এনে দিয়েছিলেন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। তাঁর গোলে বিরতিতেও যায় মায়ামি।

বিরতি শেষে ফিরেই ধাক্কা খায় মায়ামি। চার মিনিটের ব্যবধানে ডেভিড রুইজ দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। যার ফলও দ্রুত পায় মেক্সিকান ক্লাব। ৬৯ মিনিটে কর্নার থেকে তারা সমতায় ফেরে। মন্টেরের হয়ে গোলটি করেন মেজা।


৮৯ মিনিটে দলকে জয় এনে দেন রদ্রিগেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের আঙুল স্পর্শ হলেও বল সঠিক জায়গায় ঠিকই পৌঁছেছে। রদ্রিগেজের গোলের আগে অবশ্য ভুল করেছিলেন মায়ামির এক ডিফেন্ডার। সতীর্থের পাস ঠিকমতো পায়ে না রাখার ফল ম্যাচ শেষে হার।

মায়ামিকে সেমিফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে মন্টেরের মাঠে জিততে হবে। ফিরতি লেগ ১০ এপ্রিল। এই টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নদের সেদিন শুধু হারালেই চলবে না, গোল ব্যবধানে এগিয়েও থাকতে হবে মেসিদের।

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক