ক্রীড়া ডেস্ক
চোটে জর্জরিত অবস্থাতেই সাদিও মানেকে নেওয়া হয়েছিল এবারের বিশ্বকাপে। শেষ পর্যন্ত এই চোটই আক্ষেপ হয়ে থাকল মানের কাছে। অবশেষে বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন সেনেগালের এই তারকা ফুটবলার।
প্রথমে জানা গিয়েছিল, বিশ্বকাপে এক ম্যাচ মিস করবেন মানে। বাকি ম্যাচগুলো খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে সব শঙ্কা সত্যি প্রমাণিত হয় গতকাল মানের টিবিয়ার স্ক্যান করে। সেনেগালের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের এক ভিডিওতে দলের চিকিৎসক ম্যানুয়োল আফোনসো গতকাল বলেন, ‘যেমন উন্নতি আশা করেছিলাম, আজকের এমআরইতে কিছুই দেখতে পাচ্ছি না। দুর্ভাগ্যবশত সাদিওকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতেই হচ্ছে।’
গত ৮ নভেম্বর আলিয়াঞ্জ অ্যারেনাতে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ-ওয়ের্ডার ব্রেমেন ম্যাচে টিবিয়ায় (জঙ্ঘাস্থি) চোট পেয়েছিলেন মানে। ম্যাচের ২০ মিনিটের সময় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ফরোয়ার্ড। জার্মান এই ক্লাব গতকাল জানিয়েছে, অপারেশনের সময় একটা টেনডন তাঁর (মানে) ডান পায়ের ফিবুলায় লাগানো হয়েছে। বায়ার্ন ফরোয়ার্ড বিশ্বকাপে সেনেগালের জার্সিতে খেলতে পারবেন না। মিউনিখে কয়েক দিনের মধ্যে তাঁর পুনর্বাসন শুরু হবে।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে সেনেগাল। ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সেনেগালের। ২৫ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে সেনেগাল। আর ২৯ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেনেগাল।