নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোটটা এতটাই গুরুতর যে মাঠেই ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। আনিসুর রহমান জিকোর মাথা ফেটে তখন ছিটকে বের হচ্ছে রক্তের ধারা। বসুন্ধরা কিংসের গোলরক্ষকের তখন উঠে দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না। গুরুতর আহত গোলরক্ষককে তখন হাসপাতালে নিতে মাঠে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স।
কিংস অ্যারেনায় বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের ৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক বসুন্ধরা। গোল শোধে মরিয়া বসুন্ধরার অর্ধে হামলে পড়ে আবাহনীর আক্রমণভাগ।
তেমনই এক আক্রমণে ১৯ মিনিটে বসুন্ধরার অর্ধে ঢুকে পড়েন আবাহনীর গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার সামনে তখন দাঁড়িয়ে জিকো। শট ঠেকাতে ঝাঁপ দিলেন বসুন্ধরা গোলরক্ষক, স্টুয়ার্টের বুটের স্পাইক লাগে জিকোর মাথায়। আঘাত পেয়ে মাঠে গড়িয়ে পড়েন জিকো। মাথায় আঘাত পাওয়া জিকো মাঠে পড়েছিলেন ৪ মিনিটের মতো। তখন তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে অ্যাম্বুলেন্স। মাঠে নামেন বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
জিকোর আঘাতের আগে ৫ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিগেল দামাশিনা। তাঁর শট আবাহনীর গোলরক্ষক সোহেল ঠেকালেও জটলার ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান রাকিব হোসেন। মৌসুমে এটা তাঁর নবম গোল। আবাহনীর রক্ষণ যেন হয়ে রইল দর্শক।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে বসুন্ধরাকে এগিয়ে নেন মিগেল দামাশিনা। ৩৩ মিনিটে তাঁকে বক্সে ফেলে দেন আবাহনীর ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পটকিক নিয়ে বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিগেল।