হোম > খেলা > ফুটবল

নারী ফুটবলারদের কত বেতন বাড়াল বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেতন বৃদ্ধি, উন্নত ক্রীড়া সরঞ্জাম, পুষ্টিকর খাবার, ম্যাচ ফি, উৎসব বোনাসসহ ছয় দফা দাবি ছিল নারী ফুটবলারদের। সব শর্ত পূরণ না হলে এশিয়ান গেমসের ক্যাম্প বর্জনের মুখে অবশেষে গতকাল নারী ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে। প্রথমবারের মতো এই চুক্তিতে ফুটবলারদের যেমন দাবি মেনে নিয়েছে ফেডারেশন, তেমনি পরিয়ে দিয়েছে শৃঙ্খলার শিকলও।

বাফুফের এই চুক্তির আওতায় এসেছেন ৩১ ফুটবলার। আগে অনানুষ্ঠানিকভাবে ৩৪ ফুটবলারকে মাসিক পারিশ্রমিক দিত বাফুফে। নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন পেতেন মাসিক ২০ হাজার টাকা করে। জাতীয় দলের অন্য ফুটবলাররা পেতেন ১০ হাজার টাকা। বয়সভিত্তিক ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল ৪, ৬ কিংবা ৮ হাজার টাকার মতো। আগামী ১ সেপ্টেম্বর থেকে সাবিনাসহ ১৫ ফুটবলার পাবেন মাসিক ৫০ হাজার টাকা করে। ১০ ফুটবলারের বেতন হবে ৩০ হাজার টাকা।

চুক্তির বাকি ৪ ফুটবলার পাবেন ২০ হাজার টাকা, দুজনের বেতন ধরা হয়েছে ১৫ হাজার টাকা। নিজেদের পৃষ্ঠপোষক ও বার্ষিক ফিফা ফান্ড থেকে এ অর্থের জোগান হবে বলে দাবি সালাউদ্দিনের। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। আজ নিজেই নতুন চুক্তি ও বেতনের ঘোষণা দিয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

কে কত পাবেন এখন

৫০ হাজার টাকা
সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা নিলা, আনাই মুগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।

৩০ হাজার টাকা
সোহাগি কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্ণা রানী, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, মাতসুসিমা সুমাইয়া ও উন্নতি খাতুন।

২০ হাজার টাকা
হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার ও ইতি খাতুন।

১৫ হাজার টাকা
মিস রুপা ও আইরিন খাতুন।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন