হোম > খেলা > ফুটবল

ম্যাচ হারার পর পিএসজির বাসও মিস করলেন এমবাপ্পে 

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুর্দান্ত পারফরম্যান্স করেন কিলিয়ান এমবাপ্পে। তবে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সেমিফাইনালে তোলার পর আবার নিষ্প্রভ এমবাপ্পে। তাঁর নিষ্প্রভ থাকার রাতে সিগন্যাল ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পিএসজি হেরেছে সেমির প্রথম লেগে। হারের পর গত রাত মিস করলেন দলের বাস।

ম্যাচ শেষে সাধারণত যেকোনো দলেরই বাস খেলোয়াড়দের জন্য অপেক্ষা করে স্টেডিয়াম ছেড়ে চলে যায়। তবে গত রাতে এমবাপ্পে পিএসজির টিম বাস ধরতে পারেননি। ড্রাগ টেস্টের কারণে দলের বাস মিস করেছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন। সংবাদমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে রেখে পিএসজি বাস বিভিবি ডর্টমুন্ড স্টেডিয়াম ছেড়ে বিমানবন্দরে চলে গেছে। ম্যাচ শেষে অ্যান্টি ডোপিং টেস্টের কারণে তাঁকে থেকে যেতে হয়েছে। ব্যক্তিগত গাড়িতে চড়ে সতীর্থদের সঙ্গে তাঁর দেখা করার কথা।

সেমির প্রথম লেগে গত রাতে সমানে সমানে লড়াই হয় ডর্টমুন্ড-পিএসজির। বলের দখল বেশি রাখে পিএসজি। ৫৮ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্যে প্যারিসিয়ানরা নেয় ৩ শট। অন্যদিকে ডর্টমুন্ড ৪১ শতাংশ বল দখল রেখে ৪ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচের একমাত্র গোল ৩৬ মিনিটে করেন নিকোলাস ফুলক্রগ।

এক গোলের ব্যবধান বলেই হয়তো পিএসজি কোচ লুইস এনরিকের চিন্তা কম। ম্যাচ শেষে সাংবাদিকদের এনরিকে বলেন, ‘কেউ কখনো বলেনি যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সহজ ম্যাচ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা ভেঙে পড়েছে। আমরা একবার সুযোগ পেয়েছিলাম, যেখানে বল দুইবার পোস্টে আঘাত করে। আপনাকে মানতে হবে, এটা ব্যতিক্রমী এক স্টেডিয়াম। তবে আমি নিশ্চিত যে প্যারিসে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব। আমাদের হারানোর কিছু নেই।’ ৭ মে পার্ক দে প্রিন্সেসে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি-ডর্টমুন্ড।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন