হোম > খেলা > ফুটবল

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

আন্তর্জাতিক বিরতি শেষে আবারও শুরু হয়েছে ক্লাব ফুটবল। আর ক্লাব ফুটবলে ফিরেই দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও জাতীয় দলের খেলায় তাঁকে নিয়ে সমালোচনা হয়েছিল। 

পর্তুগালের হয়ে রোনালদো খেললে নাকি দলের ভারসাম্য নষ্ট হয়। স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ গোলে পর্তুগিজরা হারার পর এমনই সমালোচনা হচ্ছিল ‘সিআর সেভেনের’। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী অবশ্য সমালোচকদের সেই সমালোচনা ভুল প্রমাণ করতে সময় নিলেন না। আল তায়ির বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন দলের সেরা পারফরমার তিনি। 

রোনালদোর হ্যাটট্রিকে গতকাল রাতে ৫-১ গোলের বিশাল ব্যবধানের জয়ও পেয়েছে আল নাসর। এবারের মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক হলেও ক্যারিয়ারের ৬৪তম। এতে করে আল নাসরের হয়ে সর্বশেষ তিন ম্যাচেই গোল পেয়েছেন দলের অধিনায়ক। দলের হয়ে শুরুটা অবশ্য করেছিলেন তাঁরই স্বদেশি ওতাভিও। ২০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন পর্তুগালের মিডফিল্ডার। 

লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ২ মিনিট পরেই আল তায়িকে সমতায় ফেরান ভার্জিল মিসিজান। ৩৬ মিনিটে এই স্ট্রাইকার লাল কার্ডে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় আল তায়ি। প্রতিপক্ষের ১০ জনের সুযোগ প্রথমার্ধের যোগ করা সময়েই নিয়ে নেন আল নাসরের ফরোয়ার্ড আবু ঘারাবি, দলকে ২-১ লিড এনে দিয়ে। 

দ্বিতীয়ার্ধের পুরো সময়ই রোনালদোর রাজ চলেছে। ৬৪ মিনিটে প্রথম গোলের দেখা পান পর্তুগালের তারকা। বক্সের মধ্যে থেকে দারুণ এক ভলিতে। ৩ মিনিটের ব্যবধানে পান দ্বিতীয়টি। আর হ্যাটট্রিক পূর্ণ করেন শেষ বাঁশি বাজার ৩ মিনিট আগে। ৮৭ মিনিটের হ্যাটট্রিক গোলটি ছিল এবারের মৌসুমে সব মিলিয়ে দলের হয়ে ৩৩তম। 

দলের জয়ে হ্যাটট্রিক করার পর রোনালদো উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। উদ্‌যাপনের একাধিক ছবি দিয়ে ৩৯ বছর বয়সি তারকা লিখেছেন, ‘এভাবেই আমরা কাজটা করি। অবিশ্বাস্য জয় এবং আরেকটি হ্যাটট্রিক।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি