ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। গোল করতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। এই পেনাল্টি মিসে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোল না করতে পারার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা।
এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ২৩ পেনাল্টির ৫টিতে গোল করতে পারলেন না মেসি, যেটা আর্সেনালের সাবেক ফুটবলার থিয়েরি অঁরির সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডের সমান। তাঁর দল অবশ্য ১-০ গোলের জয় পেয়েছে।
এর আগে ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মরিসিও পচেত্তিনোর দলের। নিজেদের ডি-বক্সে কিলিয়ান এমবাপ্পেকে রিয়ালের দানি কারভাহাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বার্সেলোনার হয়ে রিয়ালের বিপক্ষে ২৬ গোল করা মেসির দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। আর তাতেই লজ্জার রেকর্ডে অঁরির পাশে বসলেন আর্জেন্টাইন তারকা।