হোম > খেলা > ফুটবল

রোনালদোর সঙ্গে যে মজা করলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে এখনো বিশ্বকাপে টিকে আছেন। অন্যদিকে কাতার বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। অনেকেই সামাজিক মাধ্যমে রোনালদোকে সান্ত্বনা দিচ্ছেন এবং স্তুতিমূলক কথা শোনাচ্ছেন। আর এমবাপ্পে যেন একটু মজাই করে বসলেন।

গত শনিবার আল থুমামা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় পর্তুগাল-রোনালদো। এই ম্যাচে ১-০ গোলে হেরে শেষ আটেই বিশ্বকাপের যাত্রা থেমে যায়। টানেল দিয়ে ড্রেসিংরুমে ঢোকার সময় কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন রোনালদো। নিজের অনুভূতি ভক্তদের কাছে পৌঁছে দিতে ইনস্টাগ্রামে বিশাল এক স্ট্যাটাস দিয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সেখানে তিনটা ইমোজি দিয়ে কমেন্ট করেন এমবাপ্পে। যার মধ্যে ছিল রাজার মুকুট, হাতজোড় করে প্রার্থনা করা এবং ছাগল। ছাগল দিয়ে বোঝানো হয়েছে ‘গ্রেটেস্ট অব অল টাইম।’

এমবাপ্পের কমেন্ট বেশ সাড়া ফেলেছে। ফরাসি এই ফুটবলারের কমেন্টে ১০ লাখ লাইক পড়েছে এবং রিপ্লাই হয়েছে ১৭৮০০টি। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে বলেন, ‘আমাদেরকে হাসানোর জন্য ধন্যবাদ বন্ধু।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো রোনালদো কবেই করে ফেলেছেন। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে করেছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। আর ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে এমবাপ্পে গোল করেছেন ৩৩ এবং অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। বিশ্বকাপে ১১ ম্যাচে ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এবারের বিশ্বকাপে ৫ গোল করে শীর্ষ গোলদাতা ফরাসি এই ফুটবলার।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি