ক্রীড়া ডেস্ক
ফ্রান্সে গত রাতটা আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। গোল উদযাপনের পর সেটা বাতিল করে দেওয়া, ফুটবলারদের লক্ষ্য করে বাজি ছোঁড়া—কম নাটকীয় তো ছিল না। এমন ঘটনার পর ফিফার কাছে নালিশ দিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে ফিফার কাছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এএফএ লিখেছে, ‘আমাদের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে মরক্কোর ম্যাচে যা হয়েছে, সেটা নিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।’
আর্জেন্টিনা-মরক্কো অলিম্পিক ফুটবল ম্যাচের ৯০ মিনিটে ২-১ গোল ব্যবধানে এগিয়ে থাকে মরক্কো। ১৫ মিনিটের যোগ করা সময়ের পর ১৬ তম মিনিটে সমতাসূচক গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্টিয়ান মেদিনা। পাঁচবারের চেষ্টায় মরক্কোর জালে বল জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার। ঘণ্টাখানেক ম্যাচ বন্ধ থাকার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোল বাতিল করা হয়। কারণ আর্জেন্টাইন ডিফেন্ডার ব্রুনো অ্যামিওন গোল তৈরির সময় অফসাইডে ছিলেন। রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই মেসি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অবিশ্বাস্য।’ অবাক হলে মানুষের চোখ যখন ছানাবড়া হয়ে যায়, সেরকম একটি ইমোজি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ব্যাকগ্রাউন্ড রেখেছেন কালো।