হোম > খেলা > ফুটবল

১০ জন নিয়েই কিংসকে হারাল মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮: ৫৯
মোহামেডান-কিংসের বল দখলের লড়াই। ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ কাপের হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমের শুরুতে বসুন্ধরা কিংসের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর আজ প্রিমিয়ার লিগে তাদেরই ১-০ গোলে হারাল মোহামেডান।

শুক্রবার ছুটির দিনে ম্যাচ হওয়ায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের কমতি পড়েনি। নিজেদের হোম ভেন্যুর সুবিধা দারুণভাবে আদায় করে নেয় মোহামেডান। যদিও তাদের ১১ জন শেষ পর্যন্ত লড়াই করতে পারেননি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক মোহাম্মদ সুজন। গোলপোস্টের মূল সেনানীকে ছাড়াও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। সাদা-কালোদের হয়ে জয়সূচক গোলটি করেছেন সুলেমানে দিয়াবাতে। যদিও একটি পেনাল্টিও মিস করেন তিনি। না হলে স্কোর ডাবল হতে পারত।

মৌসুমের প্রথম হারের তিক্ততা পেল ভ্যালেরিও তিতার দল। চ্যালেঞ্জ কাপ জিতে নতুন মৌসুম শুরু করেছিল কিংস। এরপর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে গোলবন্যায় ভাসায় তারা। ফেডারেশন কাপেও তুলে নেয় জয়। আজ লিগের দ্বিতীয় ম্যাচে মোহামেডানের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেনি।

এদিন ২৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মোহাম্মদ সুজন। রাকিব হোসেনের নিশ্চিত গোল বাঁচাতে গোলরক্ষক মোহাম্মদ সুজন বক্সের বাইরে এসে বাধা দেন। রেফারি সাইমন সানি সহকারীর সঙ্গে কথা বলে সময় নিয়ে তাকে লাল কার্ড দেখান। একজন কম নিয়ে মোহামেডান রক্ষণ আঁটসাঁট করে কিংসের ওপর চড়াও হয়। ৩০ মিনিটে আর্নেস্ট বোয়েটাংয়ের জোরালো শট গোলরক্ষক শ্রাবণ তালুবন্দী করেন। বিরতির পর রহিম উদ্দিনের থ্রু পাস থেকে দিয়াবাতে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে বল জড়িয়ে দেন জালে।

৭৫ মিনিটে মোহামেডান ব্যবধান বাড়াতে পারত। রহিম উদ্দিনকে বক্সের মধ্যে ফেলে দেন কিংসের এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বেজে ওঠে। দিয়াবাতের শট শ্রাবণ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। এরপর ৮৩ মিনিটে জারেদ খাসার শট গোলরক্ষক পা দিয়ে আটকে দিয়ে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন। বাকি সময় আরও দুটি আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি কিংস।

দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায়। দুটি গোলই করেছেন নাবীব নেওয়াজ জীবন।

ফিফা উইন্ডোর জন্য বাফুফের ‘গণ দাওয়াত’

আইসিসির প্রচারণাজুড়ে ভারত, বাংলাদেশ সামান্যই

গার্দিওলার ৩০ বছরের সংসার তাহলে ভেঙেই গেল

ভুল শুধরানোর সময় পাচ্ছেন রিয়ালের কোচ

সেকশন