Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আমিই সেরা, আমার চেয়ে ভালো কেউ নেই: রোনালদো

ক্রীড়া ডেস্ক    

আমিই সেরা, আমার চেয়ে ভালো কেউ নেই: রোনালদো
গোলের পর রোনালদোর উচ্ছ্বাস। ছবি: এএফপি

নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে।

আজ বাদে কাল ৪০ বছর বয়সে পা রাখবেন রোনালদো। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিলেন তিনি। এর পেছনে কারণও তুলে ধরেন আল নাসরের এই ফুটবলার।

রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। বিশ্বাস করি, আমিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ফুটবলে সবকিছুই করতে পারি। হেডিংয়ে ভালো, ফ্রি-কিকেও খারাপ না। এমনকি বাঁ পায়েও ভালো শট নিতে পারি। আমি গতিময়, শক্তিশালী।’

ব্যক্তিগত পছন্দ যে সবার এক হয় না, সেটা জানা রয়েছে রোনালদোর। কিন্তু নিজের চেয়ে কাউকে সেরা মানতে নারাজ তিনি।

রোনালদো বলেন, ‘কারও মেসি, কারও পেলে কিংবা কারও ম্যারাডোনাকে ভালো লাগতে পারে। আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি। তবে রোনালদো পরিপূর্ণ নয়, এমনটি বললে মিথ্যা বলা হবে। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’

চল্লিশে চালশে—শব্দটি রোনালদোর সঙ্গে একদম বেমানান। গতকালও আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। তবু বয়স তো আর আটকে রাখা যায় না। তা যা-ই হোক, এখনই যে ক্যারিয়ারের ইতি টানছেন না, সেটা সাফ জানিয়ে রাখলেন এই পর্তুগিজ তারকা।

রোনালদো বলেন, ‘চাইলে আজই খেলা ছাড়তে পারি এবং আমার আক্ষেপের কিছুই থাকবে না। কিন্তু সেটা লজ্জাজনক। কারণ, আমি এখনো খুবই ভালো। এখনো পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখি। আরও এক-দুই বছর করতে পারব। এ কারণেই আমি বর্তমানে থাকতে বেশি পছন্দ করি। দীর্ঘমেয়াদি কিছু ভাবি না।’

সৌদিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশায় কাবরেরা

আর্জেন্টাইন ফুটবলারের গোল বাতিল নিয়ে ক্ষোভ কোচের

ইফতার সেরেই বিরল রেকর্ডটি গড়লেন ইয়ামাল

ইয়ামাল-রাফিনহা ঝলকে বেনফিকাকে উড়িয়ে কোয়ার্টারে বার্সা

রিয়াল না আতলেতিকো যাচ্ছে কোয়ার্টারে

এক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ!

৩১ হাজার কোটি টাকায় নতুন স্টেডিয়ামের পরিকল্পনা ম্যানচেস্টারের

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের দারুণ শুরু

ম্যাচ চলাকালীনই ইফতার করবেন বার্সার তারকা ফুটবলার!

আর্জেন্টিনা ম্যাচের আগে আবারও শঙ্কায় নেইমার