Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রেফারিকে শাসানোয় ক্লপ নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

রেফারিকে শাসানোয় ক্লপ নিষিদ্ধ

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুলের ম্যাচ বাকি আছে আর মাত্র দুটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতে হলে ম্যাচ দুটিতেই জয় তো বটে, হার কামনা করতে হবে তিন ও চারে থাকা নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। 

আগামী শনিবার এই মৌসুমে নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল শেষ ম্যাচ খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে প্রধান কোচ ইউর্গেন ক্লপকে পাচ্ছে না অলরেডরা। রেফারিকে নিয়ে কটূক্তি করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ৫৫ বছর বয়সী কোচ। 

গত এপ্রিলের শেষ দিকে অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় লিভারপুল। সেই ম্যাচের রেফারি পল টিয়ার্নিকে নিয়ে কটু মন্তব্য করায় এই শাস্তি পেলেন ক্লপ। যার অর্থ হলো, অ্যাস্টন ভিলার বিপক্ষে থাকবেন তিনি। ক্লপের আরেক ম্যাচের নিষেধাজ্ঞা থাকবে ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত। এ সময় যদি তিনি আবারও নিয়মভঙ্গ করেন তবে দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। 

নিষেধাজ্ঞার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে ক্লপকে। লিভারপুলের জার্মান কোচের পকেট থেকে খসছে ৭৫ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা। 

গত মাসে স্পার্সদের বিপক্ষে ম্যাচটিতে রেফারি টিয়ার্নির সঙ্গে মাঠে উচ্চ স্বরে কথা বলেন ক্লপ। তাঁর দলের বিপক্ষে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযোগ করেন তিনি।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার