নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৯১ কলম্বো সাফ গেমসের (সাউথ এশিয়ান গেমস) ফুটবলে প্রথমবারের মতো ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। লাল-সবুজরা পেয়েছিল ২-১ গোলে জয়। সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন কোচ সহিদ উদ্দিন আহমেদ সেলিম। ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কও। দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে আজ ভোরে না ফেরার দেশে চলে গেছেন সাবেক এই কৃতী ফুটবলার।
গত বছর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সেলিম। কেমোথেরাপির পর মোটামুটি সুস্থ ছিলেন কিছুদিন। গতকাল রাতে শ্বাসকষ্ট শুরু হওয়ার পর ভর্তি করা হয়েছিল আজগর আলী হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ৬৯ বছর বয়সী সাবেক অধিনায়কের।
আজ বিকেলে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
এশিয়ান কাপে একবারই খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কুয়েতে সেই দলের অধিনায়ক ছিলেন সেলিম। পরে কোচ হিসেবে জয় এনে দেন ভারতের বিপক্ষেও।