হোম > খেলা > ফুটবল

২০ মিনিটে মাঠ ছাড়া হাকিমিকে নির্বোধ বললেন মেসিদের কোচ

পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ। 

গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’ 

লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি