হোম > খেলা > ফুটবল

ইউরোর ‘জঘন্য’ একাদশে রোনালদো

আজ রাতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল ম্যাচের মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্ট শেষে স্বাভাবিকভাবেই ফুটবলারদের পারফরম্যান্সে কাটাছেঁড়া হবে। যাঁরা ইউরো রাঙিয়েছেন কিংবা প্রত্যাশা মতো খেলতে পারেননি, সবকিছুই এখন স্পষ্ট। 

২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়দের একাদশে সঙ্গে বাজে পারফরমারদের একাদশও তৈরি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। এই অপ্রত্যাশিত একাদশে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও রেখেছে তারা। 

ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি। কোনো গোলের দেখা না পাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার আলোচনায় ছিলেন গোল মিসের জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পর তো জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম বিবিসির একটি ক্যাপশনে লিখেছিল ‘মিস্টিয়ানো পেনালদো’! 

পর্তুগালের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দলের কোচ অবশ্য রবার্তো মার্তিনেজ তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে বসিয়ে রোনালদোর ওপরই ভরসা রাখেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি সিআর-সেভেন। উল্টো গোল মিসের মিছিলে যোগ দেন তিনি। 

 ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মার্কার ফ্লপ একাদশ: ডোমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), জিওভান্নি ডি লরেনসো (ইতালি), জিয়ানলুকা মানচিনি (ইতালি), আন্দ্রেস ক্রিস্টেনসন (ডেনমার্ক), আলেকজান্ডার জিনচেঙ্কো (ইউক্রেন), জন ম্যাকগিন (স্কটল্যান্ড), সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), ডোমিনিক সোবোসজলাই (হাঙ্গেরি), দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া), রোমেলু লুকাকু (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা