হোম > খেলা > ফুটবল

দ্রুততম ফিফটিতে রোনালদোকে ছাড়িয়ে গেলেও মেসিকে পারেননি এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    

আটালান্টার বিপক্ষে দারুণ এক গোল করে চ্যাম্পিয়নস গোলের ফিফটি করলেন এমবাপ্পে। ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভালো সময় যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। পাঁচ ম্যাচের মধ্যে হেরেছিল ৩ ম্যাচেই। গতকাল রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে আটালান্টার বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহাম। তবে পুরো ম্যাচে লস ব্লাঙ্কোসদের নাচিয়ে ছাড়ল আটালান্টা।

বল দখল, আক্রমণ, গোলের লক্ষ্যে শটে এগিয়ে ছিল আটালান্টাই। কিন্তু ম্যাচের দশম মিনিটে গেউইস স্টেডিয়ামে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি ৫০ তম গোল। ৭৯ ম্যাচে এই মাইলফলক ছুঁলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে চতুর্থ দ্রুততম গোলের ফিফটি।

চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করতে তার চেয়ে কম ম্যাচ লেগেছে রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) ও রবের্ত লেভানদোভস্কির (৭৭)। তবে এমবাপ্পে ছাড়িয়ে গেছেন করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। বেনজেমার লেগেছিল ৮৮ ও রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ।

তবে দারুণ এক গোল করে প্রথমার্ধে ৩৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। দিল জিতলেও আনচেলত্তির কিছুটা চিন্তাও যেন বাড়িয়ে গেলেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে চার্লস ডি কেতেলায়ের সমতায় ফেরান আতালান্তাকে। ৫৬ মিনিটে ভিনির এবং তার ৩ মিনিট পর বেলিংহামের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় অতিথিরা।

আটালান্টাও মরিয়া হয়ে ওঠে গোলের জন্য ৬৫ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। দারুণ এক গোল ব্যবধান কমন আদেমোলা লুকমান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে এমবাপ্পের উরুর চোটের কথা জানালেন আনচেলত্তি। রিয়াল কোচ বললেন, ‘ওর ঊরুতে টান লেগেছে, অস্বস্তি আছে। পরীক্ষা করে দেখতে হবে আমাদের। আপাতত গুরুতর মনে হচ্ছে না। তবে আমি জানি না। কালকে (আজ) দেখব আমরা। সে মাঠে দৌড়াতে পারছিল না। অস্বস্তি অনুভব করছিল। এ জন্য তাকে বদল করেছি আমরা।’ আটালান্টাকে হারিয়ে ২৪ তম স্থান থেকে পয়েন্ট টেবিলে ১৮ তম স্থানে উঠে এসেছে রিয়াল

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন