হোম > খেলা > ফুটবল

মেসির পেনাল্টি মিসের পর এমবাপ্পে-জাদু

লিওনেল মেসির পেনাল্টি মিসের পর হতাশা নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকেরা৷ তবে কে জানত, আসল জাদুটা শেষ মুহূর্তের জন্য জমিয়ে রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে তাঁর গোলেই রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। 

প্যারিসে এদিন শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে ধরে পিএসজি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো চেপে ধরে তারা। পিএসজির সাঁড়াশি আক্রমণের ধারায় খেই হারিয়ে ফেলে রিয়াল। স্বাগতিকদের হয়ে শুরু থেকে  গোল পেতে তৎপর ছিলেন লিওনেল মেসি ও এমবাপ্পে। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে যান তাঁরা। তবে কখনো ফিনিশিংয়ের ব্যর্থতায়, আবার কখনো রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় গোল বঞ্চিত থাকে পিএসজি। প্রথমার্ধে আক্রমণ ও বল দখল দুই দিকেই পিছিয়ে ছিল রিয়াল। এ সময় তারা কেবল একটি শট নিতে পারে, সেটাও লক্ষ্যের বাইরে। 

বিরতি থেকে ফিরে আরও গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। রিয়াল ডিফেন্সের আশেপাশে একের পর এক আতঙ্ক তৈরি করেছে তারা। এমবাপ্পের দারুণ একটি শট ফিরিয়ে দেন কোর্তোয়া। এর মধ্যে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টিও পায় পিএসজি। মেসির নেওয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। গোল হাতছাড়া করলেও আক্রমণে নিয়ন্ত্রণ  নিজেদের কাছে রাখে পিএসজি। এরপর আনহেল দি মারিয়াকে তুলে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। নেইমার নামার পর পিএসজির আক্রমণের ধার আরও বাড়ে।  তবে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে রিয়ালও। কাছাকাছি গিয়ে হাতছাড়া হয়েছে তাদের সেসব সুযোগ। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দেখা মেলে এমবাপ্পে-জাদু। নেইমারের দুর্দান্ত এক ব্যাক হিল থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে পিএসজিকে আনন্দে ভাসান এই ফরাসি তারকা।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন