হোম > খেলা > ফুটবল

মেসি-নেইমারদের কোচ হতে কাতারে জিদান

ক্রীড়া ডেস্ক

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মালিকানা কাতারের আমিরের হাতে আসার পর আমূল বদল এনেছে। পেট্রো ডলারে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুমাদের মতো তারকাদের দলে ভিড়িয়েছে। কিন্তু যে উদ্দেশ্যে ক্লাবটিকে এতটা সমৃদ্ধিশালী করা, সেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো অধরা। 

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আশায় হন্যে হয়ে ওঠা পিএসজি এবার পুরো কোচিং স্টাফ বদলে ফেলছে। ব্রাজিলের লিওনার্দো আরাউহোকে সরিয়ে এরই মধ্যে পর্তুগালের লুইস কাম্পোসকে ক্রীড়া পরিচালকের দায়িত্ব দিয়েছে প্যারিসিয়ানরা। 

তবে সবচেয়ে বড় চমকটা বোধ হয় আজকালের মধ্যেই আসতে চলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে, মেসি-নেইমারদের প্রধান কোচ হতে কাতারে রওনা হয়েছেন জিনেদিন জিদান। দেশটির আমির ও পিএসজির স্বত্বাধিকারী তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা পাকা করতেই ফরাসি কিংবদন্তির এই যাত্রা। আগামীকালের মধ্যেই ক্লাবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। 

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জেতানো জিদান দায়িত্ব নিলে স্বাভাবিকভাবেই ছাঁটাই হবেন বর্তমান কোচ মরিসিও পচেত্তিনো। 

অতীতে পিএসজির প্রস্তাব নাকচ করে দিলেও সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কথায় মন গলেছে জিদানের। যদিও সাবেক দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অলিম্পিক মার্শেইয়ের প্রতিদ্বন্দ্বী হওয়ায় পিএসজির দায়িত্ব নেওয়ার সম্ভাবনাকে অনেকে উড়িয়ে দিয়েছেন। কারণ, পিএসজিতে গেলে তিনি এই দুই ক্লাবের সমর্থকদের রোষানলে পড়তে পারেন। 

আরএমসি স্পোর্টকে প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, ‘জিনেদিন জিদানের সঙ্গে আমার এখনো কথা হয়নি। আমি তার বড় ভক্ত। তাকে ফ্রান্সে দেখতে চাই। তার মতো প্রতিভাবান ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন। আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানকার সবচেয়ে বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে।’
 
মাখোঁর এ কথাতেই বাড়তি ভরসা পেয়েছে পিএসজি। তা ছাড়া এমবাপ্পেকে ধরে রাখতে জিদানকে কোচ করে আনার আশ্বাসও বাস্তবায়ন করতে চায় ক্লাবটি। জিদানের অধীনে খেলার স্বপ্ন এমবাপ্পের অনেক দিনের। 

গত বছর রিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিং থেকে দূরে আছেন জিদান।

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

সেকশন