Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

হারমোসোর সেই চুমুকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য তাঁর ভাইয়ের

ক্রীড়া ডেস্ক    

হারমোসোর সেই চুমুকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য তাঁর ভাইয়ের
জেনিফার হারমোসোকে ফাইনাল শেষে চুমু দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেস। ছবি: সংগৃহীত

স্পেনের নারী ফুটবলার জেনিফার হারমোসোকে সেই চুমুকাণ্ডের ঘটনার প্রায় দেড় বছর হতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতির এই বিতর্কিত কাণ্ড নিয়ে কত ঝড় বইয়ে গেছে। এবার সেই ঘটনা নিয়ে জেনিফারের ভাই রাফায়েল হারমোসো বিস্ফোরক কথা বলেছেন।

মাদ্রিদের এক আদালতে আজ সাক্ষ্য দিয়েছেন জেনিফারের ভাই রাফায়েল এবং তাঁর (জেনিফার) এক সতীর্থ। বিচারককে জেনিফারের ভাই বলেন, ‘সে (জেনিফার) অর্ধেক কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছিল। চুম্বনের ঘটনাকে আড়াল করতে ভিন্ন রকম এক ভাব করতে বলা হয়েছিল তাকে। এ ঘটনায় তারা (ফেডারেশন) চাপ দিতে থাকে আমাদের সে (জেনিফার) জানিয়েছিল। সভাপতি আমার কাছে অনুরোধ করেছিলেন যাতে আমি তাকে (জেনি) বলি ঘটনাটা ভিডিও করে রাখি। সেটাই সবার জন্য ভালো হতো বলে তখন বলা হয়েছিল।’

দেড় বছর আগের ঘটনায় রুবিয়ালেসসহ চার জনের বিচার চলছে এখনো। অপর তিন জনের একজন স্পেন নারী ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক দুই সদস্য। সেই চারজনই তাঁদের অপরাধ অস্বীকার করেছেন।

প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন রুবিয়ালেসের আড়াই বছরের জেল চাইছে। একই সঙ্গে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ১৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি তিন জনেরই দেড় বছরের কারাদণ্ড চাইছেন প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন। বিচার কমপক্ষে ১০ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের আগস্টে হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। সিডনিতে সেই নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ফাইনালের পর রুবিয়ালেসকে জড়িয়ে ধরে হারমোসোর চুমুকাণ্ড ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। পারস্পরিক সম্মতিতে এই চুমুর ঘটনা ঘটেছিল বলে রুবিয়ালেস দাবি করলেও হারমোসো বারবার অস্বীকার করেছেন। পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগই করেন রুবিয়ালেস।

ফুটবলের মতো সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের

চ্যাম্পিয়নস লিগে অতীতই যখন রিয়ালের অনুপ্রেরণা

আর্সেনালের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল

এখনই চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সেলোনা

এএফসি থেকে বাড়তি ৩০ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ইনজাঘির ‘ইন্টার’—পাস করা সহজ নয়

অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

বারবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে কাঁপিয়ে ব্যর্থ মেসিকে নিয়ে কী বললেন কোচ