হোম > খেলা > ফুটবল

এবার হবে কোপা ও ইউরো চ্যাম্পিয়নের লড়াই

ক্রীড়া ডেস্ক

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মাঠে গড়িয়েছিল কোপা আমেরিকা ও ইউরোর ফাইনাল। এরপরই গুঞ্জন ছিল দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালিকে নিয়ে ম্যাচ আয়োজনের। এবার সেই ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ও ইউরো।

জানা গেছে, ২০২২ সালের জুন মাসে আর্জেন্টিনা ও ইতালি মুখোমুখি হবে। এই আয়োজনে দুই দল তিনটি ম্যাচে মুখোমুখি হবে। তবে ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো নিশ্চিত করা হয়নি।

কোপার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আর ইউরোর ফাইনালে দারুণ ছন্দে থাকা ইতালি টাইব্রেকারে হারায় ইংল্যান্ডকে।

এর আগে আর্জেন্টিনা ও ইতালিকে নিয়ে সুপার কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল আর্জেন্টাইন পত্রিকা ওলে। ওলে তাদের একটা খবরের শিরোনাম করেছে, ‘এসো খেলি, আজ্জুরি।’

তবে এতটুকুতেই থামেনি ওলে। প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করে এটাকে ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজনের কথা বলেছিল পত্রিকাটি। পত্রিকাটি লিখেছিল, দুই দেশের মধ্যে ম্যারাডোনার একটা ছাপ আছে। এই ম্যাচ তাই ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজন সবচেয়ে মানানসই হবে।

তবে ম্যারাডোনার নামে দুই চ্যাম্পিয়নের তিন ম্যাচের লড়াই হবে কি না তা এখনো নিশ্চিত নয়।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন