হোম > খেলা > ফুটবল

প্রতিভার অর্ধেক দিতে পেরেছেন এমবাপ্পে, দাবি ক্যাম্পোসের

ফ্রান্স হোক বা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), দলের অন্যতম ভরসা যেন কিলিয়ান এমবাপ্পে। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখছেন তিনি। তবে পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস মনে করেন, প্রতিভার অর্ধেক দিতে পেরেছেন এমবাপ্পে।

২০১৭ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় এমবাপ্পের। ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই হয়ে যান চ্যাম্পিয়ন দলের সদস্য। এখনো পর্যন্ত ফ্রান্সের হয়ে খেলেছেন ৫৯ ম্যাচ, করেছেন ২৮ গোল আর করিয়েছেন ২১ গোল। ক্লাব পিএসজির জার্সিতে ২৩৭ ম্যাচে করেছেন ১৯০ গোল, অ্যাসিস্ট করেছেন ৯৩ গোলে। ফরাসি ক্লাবটির হয়ে চারবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা।

এমবাপ্পের এত অর্জনের পরও ক্যাম্পোস মনে করেন, এমবাপ্পে প্রতিভার পুরোটা এখনো দিতে পারেননি। পিএসজির ফুটবল উপদেষ্টা বলেন, ‘এমবাপ্পে এখনো তার প্রতিভার ৪০ অথবা ৫০ শতাংশ দিতে পেরেছে। এটা আমি তাকে এখনো বলি। তার এখনো অনেক কিছু দেওয়ার আছে। কারণ সে এমনই এক খেলোয়াড় যে তার অনুশীলন এখনো শেষ করেনি। ১৬ বছর বয়সে সে অনেক কিছু শিখে ফেলেছে। তার খেলা বোঝার ক্ষমতা ২৬ বছর বয়সীদের মতো।’

আগামীকাল কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ফ্রান্সের বিশ্বকাপ শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপে ফরাসিদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। আর ৩০ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি