Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন হামজা, গ্রামবাসীর কাছে চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ থেকে

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন হামজা, গ্রামবাসীর কাছে চাইলেন দোয়া

বাংলাদেশে ফেরার একদিন গড়িয়ে গেলেও হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা কমেনি স্নানঘাট গ্রামবাসীর। আজও সকাল থেকে বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন লোকজন। শুধুমাত্র হামজাকে এক নজর দেখার আশায়।

যদিও ঘর থেকে খুব একটা বের হননি হামজা। সকালে অল্প কিছুক্ষণের জন্য বাড়ির পাশের মাঠে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। দুপুরে প্রায় শ খানেক গরিব-দুঃখীকে আর্থিক সহায়তা করেন ২৭ বছর বয়সী তারকা ফুটবলার। আর্থিক সহায়তা পেয়ে খুশি মনে ফিরেছেন তাঁরা। এ কাজে হামজার সঙ্গে ছিলেন বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। সহায়তা করে হামজা বলেন, ‘তাদের পাশে দাঁড়িয়ে খুব ভালো লাগছে।’ এর আগে স্ত্রীও সন্তানদের নিয়ে বাড়ির ছাদ থেকে গ্রামবাসীর উদ্দেশে হাত নাড়ান তিনি, ‘আপনার সবাই এসেছেন আমার খুব ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো খেলতে পারি।’

২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে গতকাল দেশে পা রাখেন হামজা। সিলেটে পৌঁছেই তিনি ছুটে যান নিজের গ্রামের বাড়িতে। পরিবারের সঙ্গে পুরো দিন কাটিয়ে আজ বিকেলেই হবিগঞ্জ থেকে ঢাকায় রওনা দেবেন এই ফুটবলার। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে রওনা দেবেন ঢাকার উদ্দেশে। আগামীকাল জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনেও থাকবেন তিনি।

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিলেন ছেত্রীরা

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে হামজা

বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার

ফাহামিদুলকে ফেরানো সম্ভব না, বলছেন বাংলাদেশ কোচ

ভারতের ছেত্রী ভালো, তবে হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার: জামাল

হামজাকে নিয়ে জামাল বলছেন, বাংলাদেশের মেসি এসে গেছে

স্পেনের হয়েও রোজা রেখে খেলবেন ইয়ামাল

ঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণ

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচারকাজে পুলিশ কর্মকর্তার বিস্ময়কর মন্তব্য

ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা