হোম > খেলা > ফুটবল

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

ক্রীড়া ডেস্ক    

এবারের ক্লাব বিশ্বকাপে রেফারি বডি ক্যামেরা ব্যবহার করবেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

প্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

ক্লাব বিশ্বকাপে রেফারিদের শরীরে থাকবে ভিডিও ক্যামেরা। এই বডি ক্যামের মাধ্যমে মাঠের অনেক কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ফিফা গতকাল এই তথ্য জানিয়েছে। টেলিভিশন, অনলাইনে দর্শকেরা যাতে ভালো করে খেলা দেখতে পারেন, সেজন্য বডি ক্যাম আনা হচ্ছে বলে জানিয়েছেন ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতে দর্শকেরা খেলা দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তাঁরা দেখবেন যেটা আগে কখনো দেখার সুযোগ হয়নি তাঁদের। রেফারিদের প্রশিক্ষণেও এটা দরকার হবে। তাঁরা কীভাবে কাজ করেন সেটাও বোঝা যাবে। কী দেখছেন রেফারি, এটাও অনেক গুরুত্বপূর্ণ।’

রেফারিদের বডি ক্যামেরা তো আছেই। ক্লাব বিশ্বকাপে আরও একটি পরিবর্তন ফিফা নিয়ে আসছে। ক্লাব বিশ্বকাপে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। বর্তমানে এই নিয়মের অধীনে প্রতিপক্ষকে পরোক্ষভাবে ফ্রিকিক দেওয়া হয়।

প্রযুক্তিগত পরিবর্তনের কথা বলার পাশাপাশি ফিফা গতকাল ক্লাব বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১১৭ ম্যাচ কর্মকর্তার নাম জানিয়েছে ফিফা। তাঁদের মধ্যে আছেন ৩৫ রেফারি, ৫৮ সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আছেন ২৪ জন। এই ১১৭ ম্যাচ কর্মকর্তা ৪১ দেশ থেকে আছেন।

এবারের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দল। এই ৩২ দল এসেছে ৬ ফেডারেশন থেকে। ১৪ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ২০২৩ সালে সবশেষ অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে আল আহলিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল সাত দল।

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়