হোম > খেলা > ফুটবল

আর্জেন্টাইন তারকার রেকর্ড ভাঙার আরও কাছে সালাহ

ক্রীড়া ডেস্ক    

চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা কয়েক দিন আগে দিয়েছেন মোহামেদ সালাহ। অলরেডদের জার্সিতে শেষটা তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর রেকর্ডও এখন হুমকির মুখে পড়ে গেছে।

অ্যানফিল্ডে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসুইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৫ মিনিটে কোডি গাকপোর অ্যাসিস্টে দারুণ এক গোল করেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ডের গোল করতে বলে এক পা স্পর্শ করতে হয়েছে কেবল। তাতে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাতে উঠে এসেছেন সালাহ। তাঁর গোল এখন ১৭৬। এই তালিকায় পাঁচে থাকা সার্জিও আগুয়েরোর গোল ১৮৪। প্রিমিয়ার লিগে আগুয়েরো সব গোল করেছেন ম্যানচেস্টার সিটির হয়েই।

মেজর শিরোপা লিভারপুল দীর্ঘদিন জিততে পারছে না তা নয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি চেলসিকে ১-০ গোলে ২০২৩-২৪ মৌসুমের ইএফএল কাপ জিতেছিল লিভারপুল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপার অভাব অলরেডদের দীর্ঘদিনের। ২০১৯-২০ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮-১৯ মৌসুমে।

সালাহ যখন শেষ মৌসুম খেলেছেন লিভারপুলে, তিনিও শিরোপায় রাঙিয়ে শেষ করতে চান ক্লাবটির সঙ্গে তাঁর দীর্ঘ ৮ বছরের পথচলা। মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি, দলটির আরেকটা শিরোপা জেতা জরুরি। কারণ যখন আমরা জিতেছিলাম, তাদের অর্ধেকই চলে গেছে। এখনো লিভারপুলে আমি, ভার্জিল (ফন ডাইক), ট্রেন্ট, আলি (আলিসন বেকার), জো (গোমেজ) এবং রোব্বো (রবার্টসন) আছে। ছয় বা সাতজন খেলোয়াড় এরই মধ্যে চলে গেছে। আমার মনে হয় আমরা সবাই চলে যাওয়ার আগে আরেকটি শিরোপা জেতা জরুরি।’

২০২১ সালে হৃদরোগের সমস্যার কারণে পেশাদার ফুটবল থেকেই অবসরের ঘোষণা দেন আগুয়েরো। আর্জেন্টাইন তারকাকে টপকে যাওয়া সালাহর জন্য তেমন একটা কঠিন হবে না। তবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতে সালাহকে পাড়ি দিতে হবে বহু দূরের পথ। ২৬০ গোল করে এই তালিকায় সবার ওপরে আছেন অ্যালান শিয়ারার। সালাহর ইংল্যান্ডের ফুটবল ছাড়ার কথা শোনা যাচ্ছে। এমনকি মিসরীয় ফরোয়ার্ড ইউরোপ ছেড়ে পাড়ি জমাতে পারেন ভিন্ন মুলুকেও। সালাহর প্রিমিয়ার লিগে ১৭৬ গোলের ১৭৪টিই লিভারপুলের হয়ে। চেলসির জার্সিতে করেছেন বাকি ২ গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১০ গোলদাতা

গোল

অ্যালান শিয়ারার ২৬০

হ্যারি কেইন ২১৩

ওয়েইন রুনি ২০৮

অ্যান্ডি কোলে ১৮৭

সার্জিও অ্যাগুয়েরো ১৮৪

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ১৭৭

মোহামেদ সালাহ ১৭৬

থিয়েরি অঁরি ১৭৫

রবি ফাউলার ১৬৩

জার্মেইন ডেফো ১৬২

*২০২৫-এর ২৫ জানুয়ারি ম্যানচেস্টার সিটি-চেলসি ম্যাচ পর্যন্ত

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন