Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

৫০ বছরের রেকর্ড ভেঙে দেওয়া আনচেলত্তিই সবার সেরা

ক্রীড়া ডেস্ক    

৫০ বছরের রেকর্ড ভেঙে দেওয়া আনচেলত্তিই সবার সেরা

শিরোপা যেন খুঁজে নেয় কার্লো আনচেলত্তিকেই। রিয়াল মাদ্রিদে আসার পর একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছেন আনচেলত্তি। শিরোপা জয়ে রিয়াল কোচ ভেঙে দিলেন ৫০ বছরের পুরোনো রেকর্ড।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে গত রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপে মেক্সিকোর ক্লাব পাচুয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই শিরোপা জয়ে রিয়ালের সর্বোচ্চ শিরোপাজয়ী কোচ হলেন আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তাতে ভেঙে দিলেন মিগুয়েল মুনোজের রেকর্ড। ১৯৬০ থেকে ১৯৭৪-এই ১৪ বছরে রিয়ালকে ১৪ শিরোপা জিতিয়েছিলেন মুনোজ। ৫০ বছরের রেকর্ড ভেঙে দেওয়ার পর গত রাতে আনচেলত্তি বলেন, ‘আমি খুবই খুশি। এটা একটা সফলতা।’

রিয়ালের তিনটি গোল গত রাতে করেছেন তিন ফুটবলার। ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে করেন ম্যাচের প্রথম গোল। এরপর ৫৩ ও ৮৪ মিনিটে গোল করেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। শিষ্যদের প্রশংসা করে আনচেলত্তি বলেন,‘দিনশেষে ভালো আক্রমণে আমরা ব্যবধান গড়ে দিয়েছি। আমাদের অনেক গুণসম্পন্ন ফুটবলার আছে। কিলিয়ান এমবাপ্পে দারুণ খেলেছে। রদ্রিগো গোল করেছে। আমরা খুশি।’

লুসাইলে গত রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপের খেলা দেখতে এসেছেন ফ্লোরেন্তিনো পেরেজ ও জিয়ান্নি ইনফান্তিনো। পেরেজ, ইনফান্তিনো দুজনেই আনচেলত্তিকে অভিনন্দন জানিয়েছেন । ইনফান্তিনো চ্যাম্পিয়ন পদক পরিয়ে দিয়েছেন আনচেলত্তিকে।

কার্লো আনচেলত্তিকে চ্যাম্পিয়ন পদক পরিয়ে দিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: এএফপি
কার্লো আনচেলত্তিকে চ্যাম্পিয়ন পদক পরিয়ে দিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: এএফপি

ম্যাচ শেষে শিষ্যদের সঙ্গে শিরোপা জয়ের উদযাপন করেন আনচেলত্তি। রিয়াল কোচকে প্রশংসায় ভাসান শিষ্যরা। ম্যাচ শেষে ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ‘জনাবকে অভিনন্দন। এটা তাঁর প্রাপ্য। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমাদের জন্য তিনিই যোগ্য।’ ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যম টেলেসিঙ্কোকে ফেদেরিকো ভালভার্দে বলেন, ‘এটা তাঁর প্রাপ্য। তিনি সবকিছু জিতেছেন। তিনি আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন।’

রিয়ালের কোচ হিসেবে এই নিয়ে দুই দফায় কাজ করছেন আনচেলত্তি। প্রথমে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত দুই বছর কাজ করেছিলেন। পরবর্তীতে ২০২১ সালে রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয়বার যোগ দিয়েছেন আনচেলত্তি। সব মিলে রিয়ালকে তিনটি করে চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ, দুটি করে লা লিগা, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি। রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী মুনোজ ৯ বার জিতেছেন লিগ শিরোপা। দুটি করে কোপা দেল রে, ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা তিনি জিতিয়েছিলেন রিয়ালকে।

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান