হোম > খেলা > ফুটবল

হলোটা কী এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক

কিলিয়ান এমবাপ্পেকে এমন নিষ্প্রভ দেখা গেছে কবে! লা লিগায় তিন ম্যাচ খেলে ফেলেও এখনো গোল পাননি ফরাসি ফরোয়ার্ড। অথচ রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁর শুরুটা হয়েছিল রাজকীয়। সপ্তাহ দুয়েক আগে আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ে করেছিলেন দলের দ্বিতীয় গোল। এরপর অলহোয়াইট জার্সিতে নিজেকে হারিয়ে খুঁজছেন ২৫ বছর বয়সী তারকা।

তবে কি সান্তিয়াগো বার্নাব্যুতে কাকা, এডেন হ্যাজার্ড বা হামেস রদ্রিগেজের পথে হাঁটছেন এমবাপ্পে? সেই প্রশ্নের উত্তর খোঁজাটা বড্ড তাড়াতাড়িই হয়ে যায় বটে। তবে লিগের প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে ড্রয়ের পর এক রিয়াল সমর্থক ফরাসি তারকাকে নিয়ে এক্স পোস্টে লেখেন, ‘হ্যাজার্ড ২.০’।

দুর্দান্ত ফর্মে থেকে স্বপ্ন পূরণ করতে চেলসি ছেড়ে মাদ্রিদে এসেছিলেন হ্যাজার্ড। কিন্তু ধারাবাহিক চোট ও ফর্ম হারিয়ে হয়ে ওঠেন রিয়ালের অন্যতম ‘ফ্লপ’ তারকা। একই অবস্থা হয়েছিল কাকার সঙ্গেও। এসি মিলানের জার্সিতে ব্যালন ডি’অর জেতা ব্রাজিলিয়ান প্লেমেকার বার্নাব্যুতে ছিলেন নিষ্প্রভ। বিশ্বকাপে আলো ছড়ানো রদ্রিগেজ তো একাদশে জায়গা পেতেই হিমশিম খেয়েছেন।

সর্বজয়ী রিয়ালে তারকার অভাব ছিল না কখনো। মাদ্রিদে এসে জায়গা করে নিতে বিশ্বের সেরা খেলোয়াড়কেও নিজেকে উজাড় করে দিতে হয়। লস ব্লাঙ্কোস সমর্থকদের প্রত্যাশার চাপ সামলানো যে কত কঠিন, সেটি আর না বললেও চলে। তাদের অনেক দিনের চাওয়া পূরণ করতেই পিএসজি থেকে এমবাপ্পেকে এনেছেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু লিগের শুরুতে ফরাসি তারকার অনুজ্জ্বল পারফর‍ম্যান্স খুশি করার মতো নয়। পরশু লাস পালমাসের মাঠেও ছন্দে দেখা যায়নি এমবাপ্পেকে।

ম্যাচটিতে ১-১ গোলের ড্রয়ে হতাশ কার্লো আনচেলত্তি। পয়েন্ট হারানোর পুনরাবৃত্তিটা ভবিষ্যতে করতে চান না রিয়াল কোচ, ‘মৌসুম শুরু হয়েছে মাত্র। দুই অ্যাওয়ে ম্যাচের মতো এভাবে পয়েন্ট হারাতে চাই না।’ পালমাসের বিপক্ষে ৫ মিনিটে গোল হজম করে বসেছিলেন তাঁর শিষ্যরা। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন ভিনিসিয়ুস জুনিয়র।

পিএসজিতে থাকতে মাঠের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য থাকত এমবাপ্পের। তবে বার্নাব্যুতে লুকা মদরিচ, ভিনি, জুড বেলিংহাম, রদ্রিগোর মতো তারকারা রয়েছেন। তাঁদের সঙ্গে মাঠের বোঝাপড়া করতে সময় তো লাগবে এমবাপ্পের। তার জন্য আনচেলত্তিও জানিয়েছিলেন, মানিয়ে নিতে নতুন শিষ্যকে সাহায্য করবেন। রিয়ালের নতুন ‘গ্যালাকটিকো’ যুগের শুরুতে এমবাপ্পেও সুপার কাপ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, লা লিগায় অভিষেক মৌসুমেই ৫০ গোলের লক্ষ্য তাঁর।

ফরাসি সৌরভ ছড়িয়ে সেই লক্ষ্য কি পূরণ করতে পারবেন কিলিয়ান? হাঁটতে পারবেন শৈশবের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর পথে? নিজেকে হারিয়ে খোঁজা তারকা অবশ্য প্রেরণাটা নিতে পারেন তাঁরই সাবেক সতীর্থ লিওনেল মেসি থেকে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্রেঞ্চ লিগ আঁয় গোল পেয়েছিলেন ষষ্ঠ ম্যাচে এসে। নতুন ঠিকানায় যে কারও মানিয়ে নিতে সময় লাগে। তবে বড় তারকারা দেরিতে হলেও দ্যুতি ছড়াবেনই।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন