ক্রীড়া ডেস্ক
এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার ‘বাজপাখি’ হয়ে ওঠার আগ পর্যন্ত সার্জিও রোমেরো ছিলেন লা আলবিসেলেস্তেদের গোলপোস্টের অতন্দ্র প্রহরী। তবে হাঁটুর চোটে দীর্ঘদিন নিজের সেরা ফর্মে ছিলেন না ৩৬ বছর বয়সী তারকা। অবশেষে পুরোনো দিনের কথা আবারও মনে করিয়ে দিলেন তিনি। হয়ে উঠলেন বাজপাখি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে দুর্দান্ত নৈপুণ্যে বোকা জুনিয়র্সকে এনে দিয়েছেন কোপা লিবার্তোদোরেসের ফাইনালের টিকিট।
দুই দলের প্রথম সেমিফাইনাল ছিল গোলশূন্য। আজ সাও পাওলোতে দ্বিতীয় সেমিফাইনালে ২৩ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় বোকা জুনিয়র্স। তবে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে আর্জেন্টাইন জায়ান্টরা। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৩ মিনিটে হোয়াকিন পিকারেজ সমতায় ফেরান পালমেইরাসকে। বাকি সময় আর গোলের দেখা পায়নি দুই দল।
টাইব্রেকারে গড়ানো ম্যাচটি বোকা জিতেছে ৪-২ ব্যবধানে। দুর্দান্ত দুটি সেভ দেন রোমেরো। দুই দল প্রথম দুই শট মিস করে। তবে পরেরটিতে পালেমইরাস মিস করলেও বোকা সেই ভুল করেনি। পেনাল্টিতে টানা তিন গোল করে নিশ্চিত করে ফাইনাল। ৪ নভেম্বর ফাইনালে বোকা মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।
রেকর্ড সাতবার কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতেছে ইন্দিপেন্দিয়েন্তে। রিও ডি জেনেইরোয় ফ্লুমিনেন্সের ঘরের মাঠ মারাকানায় শিরোপা জিততে সেই রেকর্ডে ভাগ বসাবে বোকা। ক্যারিয়ারের সায়াহ্নে এসে ঘরের ক্লাবকে ফাইনাল তুলে খুশি রোমেরো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ম্যাচ শেষে বলেছেন, ‘আমার বয়স এখন ৩৬। এটা এমন এক বয়স যখন আমার মজার করার সময়। আমার জন্য পেনাল্টিও মজা করার।’
বোকা সেমিফাইনালে উঠেছিল আগের দুই রাউন্ডে টাইব্রেকারে জিতে। হারিয়েছিল স্বদেশি রেসিং ক্লাব ও উরুগুয়ের ন্যাসিওনালকে। প্রথমবার কোপা লিবার্তোদোরেসের স্বপ্ন দেখছে ফ্লুমিনেন্সও। গত বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা ২-১ গোলে হারিয়েছিল ইন্টারন্যাসিওনালকে।