হোম > খেলা > ফুটবল

বেনজেমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি

ঘুরে দাঁড়ানোর মন্ত্র রিয়াল মাদ্রিদের যেন ভালোই জানা। ভিয়ারিয়ালের বিপক্ষে লা-লিগায় হারার পর টানা দুই ম্যাচে জয় পেয়েছে রিয়াল। লা-লিগায় গতকাল কাদিজকে হারিয়েছে ২-০ গোলে। এই ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট কার্লো আনচেলত্তি। 

নুভো মেরান্দিল্লা স্টেডিয়ামে গতকাল কাদিজের বিপক্ষে খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া এই ম্যাচে গোলের দেখা মেলে ৭২ মিনিটে। অরিলিয়ে চুয়ামেনির অ্যাসিস্টে গোল করেন নাচো। আর ৭৬ মিনিটে ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন মার্কো আসেনসিও। ২-০ গোলের জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭২ আর রিয়ালের হয়েছে ৬২ পয়েন্ট। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ১১টি। শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এটা দারুণ পারফরম্যান্স। খেলোয়াড়েরা যে মানসিকতা নিয়ে খেলেছে, সত্যিই অসাধারণ।’ 

আগামী মঙ্গলবার স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের দল নির্বাচন নিয়ে যেন একটু দ্বিধায় আনচেলত্তি, ‘এই ম্যাচগুলো আমাকে বেশ দ্বিধায় ফেলে দিয়েছে। কারণ অনেক খেলোয়াড়ই ভালো খেলেছে। চুয়ামেনি, আসেনসিও, সেবায়োস, করিম সবাই ভালো খেলেছে। একটু দ্বিধা রয়েছে আমাদের, কিন্তু বেঞ্চে এত অপশন থাকায় খুশি।’

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল