নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাফুফে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে প্রথম আলাপচারিতায় ফেডারেশনের গঠনতন্ত্র পরিবর্তনের ঘোষণা দিয়ে রাখলেন তাবিথ আউয়াল।
আজ শনিবার ১২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর তাবিথ বলেন, ‘আমরা শুরুতেই আমাদের কনস্টিটিউশন ও স্ট্রাকচার পুনর্গঠন করার কর্মসূচি গুলো হাতে নেব। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে এবং মানটা আরও উচ্চতায় চলে যায় সেটা নিয়েও আমরা কাজ শুরু করতে যাচ্ছি।’
জুলাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করেছেন বাফুফের এই নতুন সভাপতি, ‘বিগত জুন জুলাই আগস্ট মাসের বিপ্লবী ছাত্রজনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজ আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল ফুটবল প্রেমীদের, আমাদের নতুনভাবে নির্বাচিত করার জন্য। প্রতিটা মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন...জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা মেটানোর উদ্দেশ্য নিয়ে আমরা আজ থকে কাজ শুরু করছি।’
নতুন পুরোনো সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার কথাও বললেন এই বিএনপি নেতা, ‘ডেলিগেটরা আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা বিশ্বাস করি কোনো কাজই চ্যালেঞ্জিং নয়। আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জই মোকাবিলা করব। জনগণের যে প্রত্যাশা সেটা আমরা অবিলম্বে মেটাব।’