হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন এনরিকে

মরক্কোর বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ডেই স্পেনের এবারের বিশ্বকাপ যাত্রা থমকে গিয়েছিল। ব্যর্থতার দায় স্বীকারও করেছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। আজ তিনি হলেন বরখাস্ত।

এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এনরিকের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সভাপতি লুইস রুবিয়ালেস এবং স্পোর্টিং ডিরেক্টর হোসে ফ্রান্সিস্কো মোলিনা দুজনই কোচকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’

এনরিকে স্পেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন দুই দফায়। প্রথমবার ছিল ২০১৮ এর ৯ জুলাই থেকে ২০১৯ এর ১০ মার্চ। আর দ্বিতীয় দফায় ২০১৯ এর ১৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর, ২০২২। সব মিলিয়ে ৪৫ ম্যাচ স্পেনের কোচ ছিলেন এনরিকে। জিতেছেন ২৫ ম্যাচ, হেরেছেন ৯ ম্যাচে এবং বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। এবারের বিশ্বকাপে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। এরপর জার্মানির বিপক্ষে ১-১ ড্র করে স্প্যানিশরা। আর জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় স্পেন। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ ষোলোতেই থমকে যায় স্প্যানিশদের বিশ্বকাপ যাত্রা। গত বিশ্বকাপেও শেষ ষোলোতেই স্পেনের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি