হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রে রেকর্ড গড়তে এক পা দূরে মেসিরা

ক্রীড়া ডেস্ক

ইন্টার মায়ামিতে আসার পরই দারুণ ছন্দে লিওনেল মেসি। মার্কিন মুলুকে গত ১৪ মাসে একের পর এক রেকর্ড গড়েছেন। পেয়েছেন পুরস্কারও। এবার মেসিদের হাতছানি দিচ্ছে অন্য এক রেকর্ড। 

মেজর লিগ সকারের (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা এখন ইন্টার মায়ামির সামনে। ইস্টার্ন কনফারেন্সে এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি। এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়া নিউ ইংল্যান্ডের বিপক্ষেই এবার মাঠে নামতে হবে মেসিদের। ১৯ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচ। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামেই ম্যাচটি খেলবে মায়ামি। 

ইন্টার মায়ামি এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচটা নিজেদের মাঠে খেলেনি। বাংলাদেশ সময় গত রাতে মায়ামি-টরন্টো ম্যাচটি হয়েছে বিএমও ফিল্ড স্টেডিয়ামে। মায়ামির শুরুর একাদশে এবার রাখা হয়নি মেসিকে। মায়ামি-টরন্টো ২ দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। 

গোলের জন্য হাঁসফাঁস করতে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামায় মেসিকে। ৬১ মিনিটে রবার্ট টেলরের পরিবর্তে মাঠে নামেন মেসি। তবু গোলমুখ খুলতে পারছিল না মায়ামি। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বুঝি গোলশূন্য ড্রয়ে। তাতে এত কাছাকাছি এসে রেকর্ড গড়ার আক্ষেপটা থেকে যেত মায়ামির। সেখানেই ম্যাজিক দলটির। অতিরিক্ত সময়ের তিন মিনিটে লুইস সুয়ারেজের ক্রস প্রথমে রিসিভ করেন লিওনার্দো কাম্পানা। পরে কাম্পানা বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন। মায়ামি জিতেছে ১-০ গোলে। 

ইন্টার মায়ামি গত বছর লিগস কাপ জিতেছিল মেসির জাদুতেই। দলটির ইতিহাসে সেটিই প্রথম কোনো মেজর শিরোপা। এবার মায়ামি জিতেছে সাপোর্টার্স শিল্ড পুরস্কার। এবারের এমএলএসে ১৮ ম্যাচে করেছেন ১৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১০ গোলে।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন