হোম > খেলা > ফুটবল

চেলসির কোচ বরখাস্ত হওয়ার খবরে ৯০ কোটি ভক্তের উল্লাস 

গ্রাহাম পটারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় ৭ মাসও টেকেনি পটারের কোচের চাকরি। গতকাল পটারকে বরখাস্ত করেছে চেলসি। পটারের বরখাস্ত হওয়ার খবরে যেন ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে বহুগুণ।

পটারের বরখাস্ত হওয়া নিয়ে সামাজিকমাধ্যমে একের পর এক মন্তব্য করছেন নেটিজেনরা। কালিজয় নামের একজন টুইট করেছেন, ‘বিশ্বব্যাপী ৯০ কোটি চেলসি ভক্ত পটারের বরখাস্ত হওয়া উদযাপন করছে।’ কেউ কেউ পটারকে চেলসির ইতিহাসে বাজে কোচ বলছেন। জ্যান্টি নামের একজন টুইট করেছেন, ‘চেলসির ইতিহাসে সবচেয়ে বাজে কোচ গ্রাহাম পটার।’ মড নামের একজন টুইট করেছেন, ‘গ্রাহাম পটার আমাকে ওলের কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ হিসেবে খুবই ভালো তবে এই চাকরি তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। গত ২০ বছরে আমাদের সবচেয়ে বাজে কোচ।’

গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল