Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

বাজারমূল্যে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে ভারত

ক্রীড়া ডেস্ক    

বাজারমূল্যে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে ভারত
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

হামজা দেওয়ান চৌধুরী পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা। মুগ্ধ করা হামজা এরই মধ্যে ফিরেছেন ইংল্যান্ডে। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা চলছেই।

হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই বাজারমূল্যে দাম বেড়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের। কুয়েত, উত্তর কোরিয়া ও ভারতের চেয়েও বাংলাদেশ ফুটবল দলের মূল্য বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল দলের বাজারমূল্য এখন ৭৭ লাখ ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০ কোটি টাকা।

ফুটবল খেলে মার্কেট ভ্যালুর এ তালিকায় বাংলাদেশ আছে ১২২ নম্বরে। ভারত আছে ১৩৪ নম্বরে। ভারতের ফুটবল দলের বাজারমূল্য ৫১ লাখ ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৫ কোটি টাকা। যদিও ফিফার র‍্যাঙ্কিংয়ে ভারত ১২৬তম, বাংলাদেশ ১৮৫তম। বাংলাদেশের চেয়ে ৫০ ধাপের বেশি এগিয়ে তারা।

মূলত হামজা যোগ দেওয়ার পর বাজারমূল্যে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। শুধু হামজার বাজারমূল্যই ৪৫ লাখ ইউরো। এই মিডফিল্ডারের দামই ভারতের পুরো দলের প্রায় কাছাকাছি।

জাতীয় ফুটবল দলের মধ্যে সবচেয়ে বাজারমূল্য বেশি ইংল্যান্ডের। তাদের ছেলেদের ফুটবল দলের বাজারমূল্য ১.২৬ বিলিয়ন ইউরো। শীর্ষ তিন দলই ইউরোপের। দুই নম্বরে থাকা ফ্রান্সের বাজারমূল্য ১.২০ বিলিয়ন ইউরো। ১.১৬ বিলিয়ন ইউরো স্পেন ফুটবল দলের বাজারমূল্য। ব্রাজিল আছে ৫ ও ৭ নম্বরে আছে আর্জেন্টিনা।

গানারদের ‘হ্যামস্ট্রিং অভিশাপ’

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ ছাপিয়ে ফাইনালে রিয়াল, কখনোই আশা হারাননি কোচ

যে কীর্তিতে মিরোস্লাভ ক্লোসার পাশে হ্যারি কেইন

সাত সপ্তাহ মাঠের বাইরে হালান্ড

ইন্টার মায়ামিতে মেসির দেহরক্ষী নিষিদ্ধ

অনেক কষ্টে ‘লোভ’ সামলেছেন নেইমার

গিওর্গি হ্যাজি এখন ফুটবলার তৈরির কারিগর

লা লিগার ভাগ্য কি গড়ে দেবে এল ক্লাসিকো

ঈদের শুভেচ্ছা জানালেন হামজা-জামালরাও

সিটির খুশির দিনে দুশ্চিন্তা বাড়ালেন হালান্ড