হোম > খেলা > ফুটবল

শেষ ১৪ মিনিটের ভেলকিতে কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়াল

শেষ ১৪ মিনিটের ঝড়ে জুভেন্টাসকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ভিয়ারিয়াল। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও শেষ দিকে ৩ গোল হজম করে শেষ ষোলোতেই ছিটকে গেল ইতালিয়ান জায়ান্টরা।  

গত রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ভিয়ারিয়াল। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল তারা।

ম্যাচের শুরু থেকেই  বল দখল ও আক্রমণ দুটোতেই এগিয়ে ছিল জুভেন্টাস। কিন্তু শেষ কয়েক মিনিটে পাশার দান উল্টে দেয় ভিয়ারিয়াল। ম্যাচের প্রথম ৭৫ মিনিট পর্যন্ত  জুভেন্টাস  গোলের উদ্দেশ্যে ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৫টি। এই সময়ে ভিয়ারিয়ালের ৪ শটের একটিও লক্ষ্যে ছিল না । সেখানে বাকি সময়ে আরও ৪টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে তারা এবং ৩টিই গোল!

এর  শুরুটা  ৭৮ মিনিটে।  পেনাল্টিতে গোল করে স্বাগতিকদের স্তব্ধ করে দেন মরেনো। এর সাত মিনিট পর  দ্বিগুণ করেন পাও তরেস। আর শেষ দিকে আবারও স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন দানজুমার। 

রাতের আরেক ম্যাচে লিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে শেষ আটে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা । প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা