ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছেন ২০২১ সালে। এরপর থেকেই বেকার আছেন জিনেদিন জিদান। বেকার বললে ভুল হবে অবশ্য। কেননা, তাঁকে পেতে অনেক ক্লাব ও জাতীয় দল আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এতে সাড়া দেননি তিনি। ফরাসি কিংবদন্তির ইচ্ছা ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন তিনি।
কাতার বিশ্বকাপের পর একটা সম্ভাবনা থাকলেও তা মিইয়ে গেছে। বর্তমানে দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তার মানে, আবারও জিদানকে অপেক্ষা করতে হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
তত দিন অপেক্ষা করবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়ার আশায় বুক বেঁধে রয়েছেন জিদান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী জিকিউর সঙ্গে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন ৫০ বছর বয়সী কোচ।
জিদান বলেছেন, ‘বহুবারই বলেছি, যখন আপনি ফ্রান্স দলে খেলার পর কোচ হওয়ার চিন্তা-ভাবনা করবেন, তখন এটা অযৌক্তিক কিছু নয়। তবে এখনো সে সময় আসেনি। কানের হয়ে খেলার সময় বোর্দোয় যোগ দিতে চেয়েছিলাম। এরপর জুভেন্টাসে খেলতে চেয়েছিলাম এবং তারপর রিয়াল মাদ্রিদে গিয়েছি। প্রতিবারই ছিল আলাদা আলাদা সব অভিজ্ঞতা, যাকে আমরা উচ্চাশা বলি। সব সময়ই উচ্চাভিলাষী ছিলাম এবং নিজের ওপর আস্থা রেখেছি।’
১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী জিদান খেলোয়াড় হিসেবে যেমন সফল, তেমনি কোচ হিসেবেও। যদিও রিয়ালের বাইরে আর কোনো দলকে কোচিং করাননি এখনো। রিয়ালের হয়ে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়নস লিগসহ একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের তিনটি আবার টানা ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জিতেছেন।