Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

তাহলে সাফজয়ী নারী ফুটবলারদের টাকা চুরি করল কে

ক্রীড়া ডেস্ক

তাহলে সাফজয়ী নারী ফুটবলারদের টাকা চুরি করল কে

বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের চুরি হওয়া টাকার অনুসন্ধান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুসন্ধানে কোনো ফল না এলে কৃষ্ণা রানী সরকার-শামসুন্নাহার সিনিয়রদের টাকা ফেরত দেবে বাফুফে। আজ সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মাহফুজা বলেছেন, ‘অবশ্যই, ওদের টাকা ফেরত দেওয়া হবে। ওরা বাচ্চা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। যদি না পাওয়া যায় তাহলে বাফুফের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে তাদের টাকাটা ফেরত দেওয়ার।’

টাকা চুরির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দুটি জিডিও করা হয়েছে। একটি মতিঝিলে আর অন্যটি বিমানবন্দর থানায়।’ 

এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নারী সাফজয়ী ফুটবল দলের ২ সদস্যের লাগেজ হতে অর্থ চুরির অভিযোগ ও বিভ্রান্তি সৃষ্টির প্রেক্ষিতে আজ এক বিবৃতি দিয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে ঘটনার সত্যতা প্রতীয়মান হয়নি জানিয়েছে তারা। বিবৃতিতে জানানো হয়, বাফুফে প্রটোকল প্রতিনিধি ও ২ জন টিম অফিশিয়াল লাগেজ ট্যাগ চেক করে সম্পূর্ণ অক্ষত এবং তালাবদ্ধ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের নিকট থেকে লাগেজসমূহ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। 

তাহলে এখন প্রশ্ন, সাফজয়ী নারী ফুটবলারদের টাকা চুরি করল কে? 

নারী দলের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামসুন্নাহার সিনিয়রের। ফাইনালে ২ গোল করা কৃষ্ণা ও সানজিদার একসঙ্গে প্রায় দেড় লাখ টাকা চুরি হয়েছে। আর শামসুন্নাহারের চুরি হয়েছে প্রায় ৪২ হাজার টাকা। এ ছাড়া আরও অনেকের ব্যাগ ও লাগেজ থেকে কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে জানিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার তহুরা খাতুন।

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান

কোচের ঘাড় ধরায় মেসিকে জরিমানা, জেতালেন দলকেও