Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তে পর্তুগালকে বাঁচালেন রোনালদো

শেষ মুহূর্তে পর্তুগালকে বাঁচালেন রোনালদো

এক ক্রিস্টিয়ানো রোনালদোর যে কত রূপ। রেকর্ড তো তিনি হরহামেশাই করেন। দলের প্রয়োজনে কখনো তিনি হয়ে ওঠেন ‘সুপার সাব’। উয়েফা নেশনস লিগের গত রাতের ম্যাচে যে সিআর সেভেনকে দেখা গেছে এই রূপে। 

লিসবনের বেনফিকা স্টেডিয়ামে গত রাতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে পর্তুগাল। পর্তুগিজদের শুরুর একাদশে ছিলেনই না রোনালদো। দলের তারকা ফুটবলার ছাড়া একাদশ সাজিয়ে শুরুতেই হোঁচট খায় পর্তুগিজরা। ৭ মিনিটে স্কটল্যান্ডকে এগিয়ে নেন তাঁদের স্ট্রাইকার স্কট ম্যাকটোমিনে। ১-০ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা পর্তুগাল রোনালদোকে মাঠে নামাতে খুব একটা দেরি করেনি। ৪৬ মিনিটে পেদ্রো নেতোর পরিবর্তে  রোনালদোকে আনার পরই যেন ম্যাচে আলাদা একটা গতি আসে। ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। ১-১ গোলে ড্র যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই খেল দেখালেন রোনালদো। ৮৮ মিনিটে নুনো মেন্দেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করলেন রোনালদো। ম্যাচও পর্তুগাল জেতে ২-১ গোলে। 

টানা দুই ম্যাচে গোল করে প্রতিযোগিতামূলক ফুটবলে গোলসংখ্যা ৯০১-এ নিয়ে গেলেন রোনালদো। তাঁর ছন্দে থাকার সময়ে দলও আছে দারুণ ছন্দে। দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন পর্তুগিজরা। স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সাব রোনালদো গত রাতে ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লেখেন,‘দুই ম্যাচ, দুই জয়। সমর্থকদের ধন্যবাদ।পর্তুগাল’। রোনালদো তাঁর ক্যাপশনে পর্তুগালের পতাকার ছবিও ব্যবহার করেন।

ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে উদযাপনের ছবি পোস্ট করেন রোনালদো। ছবি: এএফপিরোনালদোর সুপার সাব হওয়ার রাতে সুইজারল্যান্ডকে গোল বন্যায় ভাসাল স্পেন। জেনেভা স্টেডিয়ামে সুইসদের ৪-১ গোলে হারিয়েছে ১০ জনের স্পেন। যেখানে ২০ মিনিটে স্পেনের ডিফেন্ডার রবিন লে নরমান্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ করেন জোড়া গোল। একটি করে গোল করেন হোসেলু ও ফেরান তোরেস।

পিছিয়ে গেল সাফ, তাহলে কবে হচ্ছে

ফিফা থেকে তাহলে কড়া শাস্তি পাচ্ছেন ভিনি

এবারের ফাইনালে বার্সাকে দেখে নেওয়ার হুমকি রিয়ালের

কটূক্তির শিকার হলে ফুটবলারদের পাশে থাকবে বাফুফে

জানা গেল আবাহনী-বসুন্ধরার অমীমাংসিত ফাইনালের সূচি

ফাহামিদুলকে দলে নিতে বলেছে বাফুফে, কোচ কী বলছেন

চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে বার্সেলোনা

আলোকস্বল্পতার মধ্যেও খেলতে চেয়েছিল আবাহনী

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা নয়, জিতল বৃষ্টি

কালবৈশাখীতে বন্ধ আবাহনী-কিংসের ফাইনাল