হোম > খেলা > ফুটবল

রেফারিকে ঘুষি মেরে আজীবন নিষিদ্ধ সেই ক্লাব সভাপতি 

ক্রীড়া ডেস্ক

রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর। 

ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। 

আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। 

রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন