ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে অনেক আগেই। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। বাংলাদেশ অধিনায়ক এবার দেখা করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।
এএফএ সভাপতি তাপিয়ার অফিসে ‘জামাল ভূঁইয়া ৬’ জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। তাপিয়ার আতিথেয়তায় মুগ্ধতা ঝরেছে জামালের কণ্ঠে। নিজের ফেসবুক পেজে সকাল ১০টা ১৫ মিনিটে ছবি পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ তাঁর অফিসে আমাকে নেওয়ার জন্য। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। আশা করি, ভবিষ্যতে বিশেষ কিছু হবে।’ ক্যাপশন শেষে বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের পতাকার মধ্যে লাভ ইমোজি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিন ঘণ্টায় ছবি পোস্টের পর তিন ঘণ্টায় রিঅ্যাকশন পড়েছে ১৮ হাজারেরও বেশি আর ৮৭৯টি মন্তব্য এসেছে। পোস্টটি শেয়ার হয়েছে ২৭৩ বার। ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে জামাল-তাপিয়ার ছবি পোস্ট করেছে।
এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’র ম্যাচে গত পরশু মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। জামালের অভিষেক ম্যাচে ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। এরপর গতকাল নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’।