হোম > খেলা > ফুটবল

ডাচদের কাঁদিয়ে সান্ত্বনার জয় ইতালির 

নেদারল্যান্ডসের কাছে এবারের উয়েফা নেশনস লিগ ছিল ভুলে যাওয়ার মতোই। ফাইনালে উঠতে পারেনি তো অনেক আগেই। স্বাগতিক হিসেবে আজ পেল না সান্ত্বনার জয়টুকু। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির কাছে হেরে গেছে নেদারল্যান্ডস। 

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ হয়েছে নেদারল্যান্ডসের ডি গ্রোলস স্টেডিয়ামে। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে যায় ইতালি। জিয়াকোমো রাসপাডোরির অ্যাসিস্টে ৬ মিনিটে গোল করেন ফেডেরিকো ডিমার্কো। খুব দ্রুতই ব্যবধান ২-০ করে নেয় ইতালি। ২০ মিনিটে গোল করেন ডেভিড ফ্রাত্তেসি। এবার অ্যাসিস্ট করেন উইলফ্রেড নোন্টো। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ইতালি। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় নেদারল্যান্ডস। ৬৮ মিনিটে গোল করেন ডাচ ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। এরপর ৭২ মিনিটে ইতালির তৃতীয় গোল করেন ফেদেরিকো কিয়েসা। আর ৮৯ মিনিটে নেদারল্যান্ডসের দ্বিতীয় গোল করেন জর্জিনিও ভিনালদাম। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় ইতালি। ৬১ শতাংশ বল দখল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট নিয়েও জিততে পারেনি ডাচরা। 

এর আগে গত বুধবার প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলের জয় পায় স্পেন। আজ রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে এবারের নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন। এর আগে সান সিরোতে ২০২১ নেশনস লিগের ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যায় স্প্যানিশরা।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা