হোম > খেলা > ফুটবল

ডেনিশ গোলরক্ষকের চোখে লেজার মেরেছেন ইংলিশ দর্শকেরা! 

ওয়েম্বলিতে কাল সেমিফাইনালের ১০৪ মিনিটে হ্যারি কেন যখন পেনাল্টি নিতে যাচ্ছিলেন, তখনই তারকা ডেনিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেলের চোখে লেজারের আলো মেরেছেন ইংল্যান্ডের দর্শকেরা! আর এই লেজার মারার নিয়েই চলছে বিতর্ক। এ ঘটনায় ইংল্যান্ডকে অভিযুক্তও করেছে উয়েফা।

ডেনমার্ক-ইংল্যান্ড সেমিফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা তখন শেষের পথে। ১০৪ মিনিটে ডেনিশ ডিফেন্ডারদের কাটিয়ে গোলমুখে ঢুকছিলেন রাহিম স্টার্লিং। তখনই পড়ে যান এই ইংলিশ ফরোয়ার্ড। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে ইংলিশদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নিয়েই বিতর্ক, সেখানে আরেক ঘটনা ঘটেছে। ইংলিশ অধিনায়ক কেন যখন পেনাল্টি নিতে যান, তখনই ইংল্যান্ডের দর্শকেরা লেস্টার তারকা গোলরক্ষক স্মাইকেলের চোখে লেজার লাইট মারেন। এই ঘটনায় ইংল্যান্ডকে অভিযুক্ত করেছে উয়েফা।

এখানেই শেষ নয়, এর আগে ডেনমার্কের জাতীয় সংগীতের সময় বাজি পুড়িয়ে বিরক্ত করার চেষ্টা করেছে ইংলিশ দর্শকেরা। ইংল্যান্ডকে অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগেও। উয়েফার শৃঙ্খলা কমিটি অভিযোগ খতিয়ে দেখছে।

কাল ওয়েম্বলিতে সেমিফাইনালে ৩০ মিনিটে মিকেল ডামসগার্ডের দুর্দান্ত ফ্রি-কিকে প্রথমে লিড নেয় ডেনমার্ক। ৯ মিনিট পর ডেনিশ অধিনায়ক সিমন কায়েরের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে গড়ালে ১০৪ মিনিটে পেনাল্টিতে জয়সূচক গোলটি করেন ইংলিশ অধিনায়ক কেন। ২-১ গোলে ডেনমার্ককে হারিয়ে রোববার ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড।

ইংলিশরা ইতিহাস গড়ে ফাইনালে গেলেও ম্যাচ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না!

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি