হোম > খেলা > ফুটবল

নারী ফুটবলারকে চুমুর প্রসঙ্গে মুখ খুললেন স্পেনের ফুটবলপ্রধান

প্রথম কোনো কিছু জয়ের আনন্দ স্বাভাবিকভাবেই একটু বেশি। নারী ফুটবল বিশ্বকাপ জয়ের পর গতকাল স্পেন দলের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিশেষ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালসের। 

স্পেন, ইংল্যান্ড—দুই দলই নারী ফুটবলে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় গতকাল মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দ উদ্‌যাপনে মেতে ওঠেন স্প্যানিশ ফুটবলাররা। জয়ের আতিশয্যেই কি না হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি দুজনের চুম্বন দৃশ্যের সংবাদটি প্রকাশ হয়েছিল স্প্যানিশ গণমাধ্যমগুলোতেও। 

রুবিয়ালসের কাছে তা (চুমু নিয়ে সংবাদ) প্রকাশ মনে হচ্ছে বাড়াবাড়ি। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান স্পেনের সংবাদমাধ্যম এল পার্টিডাজো ডি কোপকে বলেন, ‘এটা (চুমু) ছিল কোনো কিছু উদ্‌যাপনের পরের মুহূর্ত। আমরা এসব হাবিজাবি জিনিসের (চুমু নিয়ে সংবাদ) জন্য এখানে আসিনি। আমার কাছে এটা অনেক ফালতু মনে হচ্ছে। এটা বাদ দিন।’ 
 
ঘটনার পর হারমোসোকে জিজ্ঞেস করা হলে তখন বিরক্তি প্রকাশ করেছিলেন। নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ তবে এখন তিনি রুবিয়ালসের পক্ষে কথা বলেছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের আনন্দে স্বতঃস্ফূর্তভাবেই এটা (চুম্বন) হয়েছে।’ 

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের পুরুষ ও নারী—দুই দলের বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি করেছে স্পেন। ২০১০ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্পেনের ছেলেদের ফুটবল দল।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল