প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা আর্সেনালের কাটছে স্বপ্নের মতো। মিকেল আর্তেতার দলকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারছে না কেউই। ১৯ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জ্বলজ্বল করছে গানার্সদের। আর্সেনাল শিরোপা জিতলে গ্যারি নেভিল তাঁর পরিকল্পনার কথাও জানিয়ে রেখেছেন।
গতকাল টুইটারে এক ভক্তের সঙ্গে হাস্যরসাত্মক আলোচনা হয় নেভিলের। কার্ট দ্য জিনিয়াসের টুইটার অ্যাকাউন্ট থেকে নেভিলকে ট্যাগ করে বলা হয়, ‘যদি আর্সেনাল লিগ জেতে, তাহলে মৌসুমের শেষ দিন এমিরেটস স্টেডিয়ামে নেভিলের ন্যাড়া অবস্থায় যাওয়া উচিত।’ মজা করতে সময় নেননি নেভিল। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এই ফুটবলার টুইট করেছেন, ‘আপনার জন্য আপনি চ্যাম্পিয়ন লেখা আর্সেনালের জার্সি পড়ব। কিন্তু যদি এটি হারিয়ে ফেলেন, তবে আপনি আফসোস করবেন। আপনি তখন বলবেন, ‘সরি গ্যারি।’
আজ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামবে আর্সেনাল। এই মৌসুমে ২৫ ম্যাচে ১৯ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গানার্সরা। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট পেয়েছে সিটিজেনরা।