Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ক্রীড়া ডেস্ক    

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও
গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

আক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল-তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচে একক আধিপত্য ছিল আল নাসরেরই। ৬৪ শতাংশ বল দখলে রেখেছি তারাই। ১৯টি শট নিয়েছিল গোলের জন্য, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে তাউন তিনট শট নিয়েছিল, দুটি ছিল লক্ষ্যে।

গোলমুখে রাখা দুই শটের একটি ঠিকই তাউন জড়িয়ে দিতে পেরেছিল আল নাসরের জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন আল-তাউনের ডিফেন্ডার সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান লাপোর্তে।

১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে এখন আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে আট নম্বরে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে শীর্ষে আল হিলাল এবং দুইয়ে আছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে আছে তিনে।

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান