হোম > খেলা > ফুটবল

ফেডারেশগুলোকে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ বাস্তবায়নে উয়েফার চিঠি

নতুন নিয়মে চ্যাম্পিয়নস লিগ আয়োজনের ঘোষণা গত বছরের ভিয়েনায় জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। সে সময়ই জানা গিয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ৩২ দলের পরিবর্তে ৩৬ দলে হবে।

নতুন ফরম্যাট বাস্তবায়নের জন্য উয়েফা কাজও শুরু করে দিয়েছে। গতকাল জানা গেছে, ৩৬ দলের লিগ আয়োজন করার জন্য ইউরোপীয় দেশগুলো সব ফেডারেশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। কীভাবে টুর্নামেন্টের খেলা হবে তার ব্যাখ্যা রয়েছে চিঠিতে। যদিও আগে থেকেই অনেকটা স্বচ্ছ ধারণা জানিয়েই দিয়েছিল উয়েফা। এবার আনুষ্ঠানিকভাবে ফেডারেশনকে জানিয়ে দিল।

৩৬ দলের টুর্নামেন্ট শুরু হবে ২০২৪–২৫ মৌসুম থেকে। এই সংস্করণ থেকে থাকবে না কোনো গ্রুপ পর্ব। প্রতিটি দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৮টি করে ম্যাচ খেলবে নকআউট পর্বের আগে। প্রতিটি ফেডারেশন নিজেদের শীর্ষ লিগ থেকে সর্বোচ্চ ৫ দলের নাম পাঠাতে পারবে। এতে করে ছোট দলগুলো শীর্ষ টুর্নামেন্টে খেলার দুর্দান্ত সুযোগ পাচ্ছে। যেমন দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্কের মতো ক্লাবগুলো প্রতি মৌসুমে খেলার সুযোগ পাবে। তাদের জন্য এটা অনেকটা উপহার উয়েফার।

নতুন ৪ ক্লাব কীভাবে বাছাই করা হবে চিঠিতে সেই ব্যাখ্যা দিয়েছে উয়েফা। নতুন নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়া দলের লিগ থেকে একটা দল বাড়তি খেলার সুযোগ পাবে। আরেকটি দল নেওয়া হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, যে লিগ উয়েফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকবে, সেই লিগ থেকে বাড়তি একটি ক্লাব যুক্ত হবে। আর বাকি দুটি জায়গা পূরণ হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। সর্বশেষ মৌসুমে উয়েফা আয়োজিত অন্য প্রতিযোগিতায় ভালো খেলেছে, কিন্তু চ্যাম্পিয়নস লিগে সুযোগ পায়নি, সেখান থেকে দুই ক্লাব মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সুযোগ পাবে।

৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের নিয়মসমূহ—

কোনো গ্রুপপর্ব থাকবে না। 
দল বাড়ায় বাছাইপর্বসহ ম্যাচের সংখ্যা বাড়বে ১০০ টি। 
শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোয় খেলবে। 
বাকি ৮ দল আসবে ৯ম থেকে ২৪ তম দল দুই লেগের বাছাইপর্ব খেলে। 
মঙ্গলবার, বুধবারের সঙ্গে বৃহস্পতিবারও খেলা হবে।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল